Ajker Patrika

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ 

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর এ ঘটনাটি ঘটেছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতরা হলেন-উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোশারফ হোসেন (৪), মেয়ে রুপা আক্তার (৭), তাঁর ভাই জব্বার আলী (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের মধু দাস। 

পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ দুপুরে কুদ্দুস মিয়ার স্ত্রী বিলকিস আক্তার তাঁর দুই সন্তান, দুই ভাইকে নিয়ে সিএনজিতে করে উপজেলার আদাঐর গ্রামে আত্মীয় যাচ্ছিল। অটোরিকশাটি আন্দিউড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি কোচ অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোশারফ ও মধু দাস মারা যায়। মুমূর্ষু অবস্থায় বাকিদের উদ্ধার করে মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। এ সময় রুপা আক্তার মারা যায়। পরবর্তীতে সিলেট হাসপাতালে নেওয়ার সময় মারা যায় জব্বর আলী। 

এ বিষয়ে রসুলপুর গ্রামের জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, কুদ্দুস মিয়ার স্ত্রী, সন্তান ও দুই ভাই আদাঐর গ্রামের বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনায় তাঁর দুই সন্তান ও ভাই মারা যায়। তাঁরা স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আতিক আরমান মজুমদার আজকের পত্রিকাকে বলেন, রসুলপুর গ্রামের আব্দুল্লা (২২) ও বেজুরা গ্রামের এক অজ্ঞাত ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাধবপুর থানার সহকারী উপপরিদর্শক ইমরান আহম্মেদ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করেছেন। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ৩ জনের লাশ উদ্ধার করেছেন। নিহত দুজন শাহজাহানপুর ইউনিয়নের। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত