Ajker Patrika

সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন, সেবায় রোল মডেলের প্রত্যাশা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক সিলেট 
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২১: ৩৫
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা
সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) নগরের তেমুখী বাদাঘাটসংলগ্ন নাজিরেরগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, ‘কিডনি ফাউন্ডেশন সিলেটে আলোকিত উদ্যোগী মানুষের সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে। সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে।’

উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে এই ভালো উদাহরণগুলো রীতিতে পরিণত করতে হবে। তাহলে বাংলাদেশ সহজেই তার লক্ষ্যে পৌঁছে যাবে।’

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালের সাফল্য কামনা করেন এবং এর প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা দেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল এম এ সালাম (অব.) প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত