জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা অভাব, দারিদ্র্য। লাখ লাখ মানুষ এখনো তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না। এখনো লক্ষ-কোটি মানুষের মাথার ওপরে ছাদ নাই, চাল নাই, ঢাকনা নাই। গ্রামের মা-বোনেরা খাওয়া পানি পায় না। পরিষ্কার পায়খানার ব্যবস্থা ব্যবস্থা নাই।
আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে দুমুঠো ভাত খাওয়ার জন্য। এটা সমাধানের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। আর আমাদের বলেছেন, তোমরা চেষ্টা কর। আমরা যাঁরা বিভিন্ন দায়িত্বে রয়েছি, সবাই সেই দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, একটি গোষ্ঠী বাইরের লোক নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা–স্যান্ডউইচ খেয়ে বলে; এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগবি গল্প মানুষ এখন আর বিশ্বাস করে না। নির্বাচনে আসুন, নির্বাচন করতে হবে, আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না। তাঁরা ভোটের মাধ্যমে উন্নয়নের জন্য এ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে চায়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।
এর আগে পরিকল্পনামন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এ ছাড়া ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে নয় কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজ, ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসি কাজের উদ্বোধন করেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা অভাব, দারিদ্র্য। লাখ লাখ মানুষ এখনো তিন বেলা পুরোপুরি ভাত খেতে পারে না। এখনো লক্ষ-কোটি মানুষের মাথার ওপরে ছাদ নাই, চাল নাই, ঢাকনা নাই। গ্রামের মা-বোনেরা খাওয়া পানি পায় না। পরিষ্কার পায়খানার ব্যবস্থা ব্যবস্থা নাই।
আজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজ মিলনায়তনে এক গণসংবর্ধনা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, গরিব মানুষ দিনরাত পরিশ্রম করে দুমুঠো ভাত খাওয়ার জন্য। এটা সমাধানের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। আর আমাদের বলেছেন, তোমরা চেষ্টা কর। আমরা যাঁরা বিভিন্ন দায়িত্বে রয়েছি, সবাই সেই দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, একটি গোষ্ঠী বাইরের লোক নিয়ে ঢাকায় এসি রুমে বসে চা–স্যান্ডউইচ খেয়ে বলে; এ দেশে আইন নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, রাতের আঁধারে ভোট হয়। এমন সব আজগবি গল্প মানুষ এখন আর বিশ্বাস করে না। নির্বাচনে আসুন, নির্বাচন করতে হবে, আমরা নির্বাচন করব। নির্বাচন না করলে দেশের সংবিধান, আইন থাকবে না। মিথ্যাচার করে দেশের ১৮ কোটি মানুষকে বোকা বানানো যাবে না। তাঁরা ভোটের মাধ্যমে উন্নয়নের জন্য এ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে চায়।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ।
এর আগে পরিকল্পনামন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এ ছাড়া ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে নয় কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজ, ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, এক কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসি কাজের উদ্বোধন করেন।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
৩ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৩ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৪ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে