Ajker Patrika

বংশীকুণ্ডায় সেলুন পাঠাগারের যাত্রা শুরু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
বংশীকুণ্ডায় সেলুন পাঠাগারের যাত্রা শুরু

সুনামগঞ্জের বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে রতন রবিদাস হেয়ারকাটিং সেলুনে পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে এ পাঠাগারের উদ্বোধন করা হয়। 

পাঠাগার উদ্বোধনকালে কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগারের প্রতিষ্ঠাতা কবি জীবন কৃষ্ণ সরকার বলেন, বই মানুষের সর্বোত্তম বন্ধু। বই পড়ে মানুষ জ্ঞানী হয়, আলোকিত হয়। এই চিন্তা থেকেই আমরা বই পড়া আন্দোলন শুরু করেছি। সকলের সহযোগিতা পেলে আশা করছি খুব শিগগিরই সমগ্র হাওরাঞ্চলে আমরা সেলুন পাঠাগারের মাধ্যমে বই পাঠের আন্দোলন ছড়িয়ে দিতে পারব। 

পাঠাগার উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক নূরুল আলম, হাসুস সমন্বয়ক বিনতা কৃষ্ণ সরকার, হাওর সাহিত্য উন্নয়ন সংস্থার সিনিয়র সহসভাপতি সাংবাদিক আল-আমিন সালমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত