ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে বজ্রপাতে ওমর ফারুক (১৩) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালাচাঁন মিয়া (৬৫), আবুল কাশেম (৫০) ও শাহীন (১৩)।
মৃত ওমর ফারুক বাদেহরিপুর গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে। সে জয়শ্রী উচ্চবিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি ধানবোঝাই নৌকা সিমেরখাল এলাকায় পৌঁছালে বজ্রপাতে বাদেহরিপুর গ্রামের কালাচাঁন মিয়া, আবুল কাশেম, শাহীন ও ওমর আহত হন।
তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ওমর ফারুককে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওমরকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বজ্রপাতে ঘটনাস্থলে চারজন আহত হন। একজনকে অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে বজ্রপাতে ওমর ফারুক (১৩) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালাচাঁন মিয়া (৬৫), আবুল কাশেম (৫০) ও শাহীন (১৩)।
মৃত ওমর ফারুক বাদেহরিপুর গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে। সে জয়শ্রী উচ্চবিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি ধানবোঝাই নৌকা সিমেরখাল এলাকায় পৌঁছালে বজ্রপাতে বাদেহরিপুর গ্রামের কালাচাঁন মিয়া, আবুল কাশেম, শাহীন ও ওমর আহত হন।
তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ওমর ফারুককে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওমরকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বজ্রপাতে ঘটনাস্থলে চারজন আহত হন। একজনকে অনেক খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাড়ির মালিক জজ মিয়াকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
১৩ মিনিট আগেরাজধানীর মালিবাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক। নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান পায়নি ওই যুবকের পরিবার। সিফাতের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছে তাঁর পরিবার।
১৮ মিনিট আগেনিহত ব্যক্তি ফাঁকা বাসায় ঘটনার রাতে ৫ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কথা বলে আসামিদের বাসায় ডেকে আনে। কিন্তু পরে টাকা না দিয়ে মোবাইলে শারীরিক সম্পর্কের ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চাকু দিয়ে ওই ব্যক্তিকে গলা ও ঊরুতে আঘাত করে হত্যা করেন।
২৪ মিনিট আগেহবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ শহরের শ্মশানঘাটস্থ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ দাবি করেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আ
৩৮ মিনিট আগে