Ajker Patrika

যুবলীগ নেতা হত্যায় প্যানেল মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২১: ১৯
যুবলীগ নেতা হত্যায় প্যানেল মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবলীগের সহসভাপতি লায়েক মিয়াকে হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কুদ্দুছ শিবলু, স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা তানভীর রহমানসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে নিহতের ভাই আজিজুল ইসলাম ছাতক থানায় এ মামলা করেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

মামলার অন্য আসামিরা হলেন যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, সাবেক জামায়াতের নেতা আলা উদ্দিন, আবুল খয়ের টুটুল, তাজ উদ্দিন, মিজান মিয়া, আব্দুল মতিন, শামসুল ইসলাম, মিলন মিয়া, এশাদ আলী, সায়মন, মহসিন ও সৌরভ। 

গত মঙ্গলবার রাত ১০টার দিকে ছাতক থানাসংলগ্ন গণেশপুর খেয়াঘাট এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন উপজেলা যুবলীগের সহসভাপতি লায়েক মিয়া। তিনি ছাতক পৌর শহরের মণ্ডলীভোগ এলাকার আব্দুল মান্নানের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত