Ajker Patrika

দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ইউপি সদস্য আটক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ইউপি সদস্য আটক

বাহুবলের মানিকপুরে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রউফকে আটক করেছে পুলিশ।

আহতের বাহুবল ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় উভয় পক্ষের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয়রা জানান, উপজেলার সাতকাপন ইউনিয়নের মানিকা গ্রামের সফিক মিয়া ও আব্দুল গফুরের মাঝে দীর্ঘদিন ধরে একটি রাস্তায় চলাচল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সফিক মিয়া ঘাস নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাকালীন সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হন। ঘটনার পর পুলিশ হাসপাতালে কাছ থেকে ইউপি সদস্যকে আটক করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

আহতদের মধ্যে আব্দুর রউফ (৪৫), সামছু (২৪), আমিন উদ্দিন (৩০), দানিছ মিয়া (২৫), দানিছ মিয়া (৪০), আশিক (৪৫), মতিউর (৪০), নুরুল (৩৫), সফিক (৪৬), রহিমাকে (৩২) বাহুবল ও হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত