Ajker Patrika

মাধবপুরে উৎসবমুখর পরিবেশে চলছে শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৪: ৩১
মাধবপুরে উৎসবমুখর পরিবেশে চলছে শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ 

হবিগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু-মিশুক-বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলার রতনপুর স্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শুক্রবার সকাল ৯টায় রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভোটগ্রহণের উদ্বোধন করেন নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদ। ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। 

জানা যায়, নির্বাচন সামনে রেখে কেন্দ্রের আশপাশে বিভিন্ন প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে রতনপুর এলাকা। গত কয়েক দিন ধরে তাঁদের প্রচারণায় এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এ সংগঠনের ভোটার। আর গতকাল বৃহস্পতিবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। 

এ বিষয়ে সংগঠনের নেতারা বলেন, এবার ১৩টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন নির্বাচিত হয়েছেন। বাকি সাতটি পদে আটজন নির্বাচিত হবেন। মোট ভোটার ২২৫ জন। নির্বাচনে সভাপতি পদে প্রার্থী রয়েছেন রতনপুর স্ট্যান্ড পরিচালনা শ্রমিক কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাছিম চৌধুরী ও মাধবপুর বেবিট্যাক্সি সমিতির সাবেক সিরিয়াল ম্যান আনোয়ার আলী। নাছিম চৌধুরীর প্রতীক সিএনজি অটোরিকশা এবং আনোয়ার আলীর প্রতীক ছাতা। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহসভাপতি মো. সেলিম মিয়া, সহসভাপতি ইউনুছ মিয়া, সড়ক ও যোগাযোগ কল্যাণ সম্পাদক খলিল মিয়া। এ ছাড়া সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন, দপ্তর সম্পাদক পদে দুজন, যুগ্ম সম্পাদক পদে দুজন, প্রচার সম্পাদক পদে দুজন, শ্রমিক কল্যাণ সম্পাদক পদে দুজন ও সদস্য পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য তিনজনের মধ্যে দুজন নির্বাচিত হবেন। 

শ্রমিকেরা বলেন, ২০১৮ সালের জুন মাসে মো. নাছিম চৌধুরীর নেতৃত্বে মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতিকে উচ্ছেদ করে স্ট্যান্ড দখলে নেয় হবিগঞ্জ জেলা অটোরিকশা-টেম্পো-মিশুক-বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়ন। এরপর থেকে টানা তিন বছর সভাপতির দায়িত্বে থাকেন মো. নাছিম চৌধুরী। 

সভাপতি প্রার্থী মো. নাছিম চৌধুরী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতারা নির্বাচিত হবেন, এটি একটি সংগঠনের গণতান্ত্রিক চর্চা। এর আগে মাধবপুর বেবিট্যাক্সি সমবায় সমিতির নামে স্ট্যান্ড দখল রেখে শুধু সংগঠন লাভবান ছিল। ২০১৮ সাল থেকে এ সংগঠনের ছায়াতলে এসে সুফল পেয়েছিল। 

মো. নাছিম চৌধুরী আরও বলেন, `আমার কর্মকাণ্ডে সদস্যরা সন্তুষ্ট থাকলে অবশ্যই আমাকে নির্বাচিত করবেন।' 

অপর প্রার্থী আনোয়ার আলী বলেন, `আমি দীর্ঘদিন শ্রমিকের পাশে ছিলাম। এখনো আছি। আমাকে যোগ্য মনে হলে অবশ্যই তাঁরা আমাকে নির্বাচিত করবেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত