Ajker Patrika

অবশেষে স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১৫: ১৭
অবশেষে স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ট্রেনের বগি ও ইঞ্জিন তোলার কাজ শুরু হয় এবং দুপুর ১টার পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের কুলাউড়া সেকশনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তৌফিকুল আজিম।

এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হওয়া ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন লাইনে ওঠানোর জন্য আবারও সাত ঘণ্টা সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

তারও আগে গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত বগি ও ইঞ্জিন রেললাইন থেকে উঠিয়ে পাশে রাখলে প্রায় ১৫ ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

সাময়িক সময়ের জন্য রেলযোগাযোগ বন্ধ ছিল নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ‘সকাল থেকে দীর্ঘ সময় আন্তনগর কালনী ট্রেন দাঁড়িয়ে ছিল শমশেরনগর স্টেশনে। এতে চরম বিরক্তি প্রকাশ করেন যাত্রীরা।’

আজ রোববার স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন উদ্ধারের জন্য কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। উদ্ধারকৃত বগি ও ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত