নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিগত সরকারের আমলে নিজের আবাদি জমিতে যেতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি পতিত জমি রাস্তা হিসেবে ব্যবহারের শর্তে ভাড়া নিয়েছিলেন আব্দুল মান্নান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পরে শর্ত ভঙ্গ করে তিনি চলাচলের রাস্তায় আধা পাকা দোকানঘর বানিয়ে ভাড়া দেন। সম্প্রতি সিডিএ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার সেখানে তিনি অবৈধভাবে দোকানপাট তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় সিডিএ মালিকানাধীন সাড়ে ৩ কাঠার বেশি এই জায়গা রাস্তা হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
২০২৪ সালের ১১ জুন সিডিএ বছরে কাঠাপ্রতি ৪০ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে) ভাড়ায় আব্দুল মান্নানের কাছে জমিটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আব্দুল মান্নান শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি জায়গাটি ব্যবহারের অনুমতি চেয়ে সিডিএতে আবেদন করেছিলেন। সিডিএর তৎকালীন সচিব মোহাম্মদ মিনহাজুর রহমানের সই করা ওই অনুমতিপত্রে দেখা গেছে, জমির শ্রেণির কোনো রূপ পরিবর্তন এবং স্থাপনা নির্মাণ না করার শর্তে সিডিএ জায়গাটি ভাড়া দিয়েছিল। জায়গাটি শুধু চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ওই অনুমতি পাওয়ার কয়েক মাস পরেই চলাচলের ওই রাস্তায় অবৈধভাবে ৮-১০টি দোকানপাট নির্মাণ করে সেগুলো ভাড়া দেন আব্দুল মান্নান।
এটা নজরে আসার পর গত ২৪ মে সিডিএ সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিডিএ উচ্ছেদ অভিযান চালানোর দু-এক দিন পর আবার সেখানে নতুন করে দোকানপাট তোলা শুরু হয়।
সরেজমিনে গতকাল রোববার সেখানে ইট-কংক্রিটের তৈরি ৭টি দোকানের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন যেখানে আছি, সেখান থেকে কোনো কথা বলতে পারছি না।’ পরে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এলাকাটি ঘিরে সিডিএর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ মূহূর্তে কোনো জায়গা কাউকে ভাড়া দেওয়া হচ্ছে না। আগে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল কি না কিংবা চলাচলের রাস্তা হিসেবে ভাড়া নিয়ে অবৈধভাবে কোনো স্থাপনা নির্মিত হচ্ছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।
চট্টগ্রামে বিগত সরকারের আমলে নিজের আবাদি জমিতে যেতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি পতিত জমি রাস্তা হিসেবে ব্যবহারের শর্তে ভাড়া নিয়েছিলেন আব্দুল মান্নান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পরে শর্ত ভঙ্গ করে তিনি চলাচলের রাস্তায় আধা পাকা দোকানঘর বানিয়ে ভাড়া দেন। সম্প্রতি সিডিএ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার সেখানে তিনি অবৈধভাবে দোকানপাট তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় সিডিএ মালিকানাধীন সাড়ে ৩ কাঠার বেশি এই জায়গা রাস্তা হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
২০২৪ সালের ১১ জুন সিডিএ বছরে কাঠাপ্রতি ৪০ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে) ভাড়ায় আব্দুল মান্নানের কাছে জমিটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আব্দুল মান্নান শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি জায়গাটি ব্যবহারের অনুমতি চেয়ে সিডিএতে আবেদন করেছিলেন। সিডিএর তৎকালীন সচিব মোহাম্মদ মিনহাজুর রহমানের সই করা ওই অনুমতিপত্রে দেখা গেছে, জমির শ্রেণির কোনো রূপ পরিবর্তন এবং স্থাপনা নির্মাণ না করার শর্তে সিডিএ জায়গাটি ভাড়া দিয়েছিল। জায়গাটি শুধু চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ওই অনুমতি পাওয়ার কয়েক মাস পরেই চলাচলের ওই রাস্তায় অবৈধভাবে ৮-১০টি দোকানপাট নির্মাণ করে সেগুলো ভাড়া দেন আব্দুল মান্নান।
এটা নজরে আসার পর গত ২৪ মে সিডিএ সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিডিএ উচ্ছেদ অভিযান চালানোর দু-এক দিন পর আবার সেখানে নতুন করে দোকানপাট তোলা শুরু হয়।
সরেজমিনে গতকাল রোববার সেখানে ইট-কংক্রিটের তৈরি ৭টি দোকানের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন যেখানে আছি, সেখান থেকে কোনো কথা বলতে পারছি না।’ পরে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এলাকাটি ঘিরে সিডিএর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ মূহূর্তে কোনো জায়গা কাউকে ভাড়া দেওয়া হচ্ছে না। আগে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল কি না কিংবা চলাচলের রাস্তা হিসেবে ভাড়া নিয়ে অবৈধভাবে কোনো স্থাপনা নির্মিত হচ্ছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের একটি দল। এ সময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করে।
২ মিনিট আগেপিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা
১৫ মিনিট আগেএনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
১৮ মিনিট আগেএবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
১ ঘণ্টা আগে