বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ সদর উপজেলায় বন্যার পানিতে সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ফের প্লাবিত হয়েছে লামাকাজী, রামপাশা, খাজাঞ্চি, দৌলতপুর দশঘর ও অলংকারি ইউনিয়নের অধিকাংশই। খাজাঞ্চি-কামালবাজার সড়কসহ খাজাঞ্চি রেলওয়ে স্টেশন, হাটবাজার ও সব কটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে খাজাঞ্চি-সিলেটের রেলযোগাযোগ।
লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেছেন, ‘ইউনিয়নের সব কটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষের বাড়ি-ঘরে পানি। এই ভয়াবহ অবস্থায় মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। পানিবন্দী মানুষের আশ্রয়ের জন্য চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন।’
খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী বলেন, ‘৫০ বছরের মধ্যে এত বড় বন্যা কখনো দেখিনি। রেলস্টেশনে পানি দেখা দূরের কথা, আজ রেল স্টেশনটিও পানিতে তলিয়ে গেছে। আমার এখানে প্রাইমারি স্কুলগুলো নিচু, তার পরও পানিবন্দী মানুষকে উঁচু বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য বলে রেখেছি।’
এই চেয়ারম্যান আরও বলেন, ‘ইউনিয়ন অফিসের দোতলায় গরু-ছাগল রাখার জন্য বিভিন্ন গ্রামের মানুষকে বলে রেখেছি।
এদিকে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, ‘ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বৃষ্টি ছাড়াও পানি বেড়েই চলেছে। মানুষকে নিরাপদ স্থানে, আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলেছি।’
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, ‘আমি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। লামাকাজী ইউনিয়নের অবস্থা ভয়াবহ। পানিবন্দী মানুষকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘খাজাঞ্চি, রামপাশা দৌলতপুর ও অলংকারি, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে বলা হয়েছে।’
সিলেটের বিশ্বনাথ সদর উপজেলায় বন্যার পানিতে সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ফের প্লাবিত হয়েছে লামাকাজী, রামপাশা, খাজাঞ্চি, দৌলতপুর দশঘর ও অলংকারি ইউনিয়নের অধিকাংশই। খাজাঞ্চি-কামালবাজার সড়কসহ খাজাঞ্চি রেলওয়ে স্টেশন, হাটবাজার ও সব কটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে খাজাঞ্চি-সিলেটের রেলযোগাযোগ।
লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেছেন, ‘ইউনিয়নের সব কটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষের বাড়ি-ঘরে পানি। এই ভয়াবহ অবস্থায় মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। পানিবন্দী মানুষের আশ্রয়ের জন্য চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে অনেকেই আশ্রয় নিয়েছেন।’
খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী বলেন, ‘৫০ বছরের মধ্যে এত বড় বন্যা কখনো দেখিনি। রেলস্টেশনে পানি দেখা দূরের কথা, আজ রেল স্টেশনটিও পানিতে তলিয়ে গেছে। আমার এখানে প্রাইমারি স্কুলগুলো নিচু, তার পরও পানিবন্দী মানুষকে উঁচু বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য বলে রেখেছি।’
এই চেয়ারম্যান আরও বলেন, ‘ইউনিয়ন অফিসের দোতলায় গরু-ছাগল রাখার জন্য বিভিন্ন গ্রামের মানুষকে বলে রেখেছি।
এদিকে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, ‘ইউনিয়নের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বৃষ্টি ছাড়াও পানি বেড়েই চলেছে। মানুষকে নিরাপদ স্থানে, আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বলেছি।’
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, ‘আমি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছি। লামাকাজী ইউনিয়নের অবস্থা ভয়াবহ। পানিবন্দী মানুষকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
ইউএনও আরও বলেন, ‘খাজাঞ্চি, রামপাশা দৌলতপুর ও অলংকারি, সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে বলা হয়েছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ মিনিট আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
১০ মিনিট আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
১৫ মিনিট আগেরোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
২ ঘণ্টা আগে