নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মো. দেলওয়ার হোসেন। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় দেলওয়ার নগর ভবনের পাশে সিটি সুপার মার্কেটের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
দেলওয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স করপোরাল ছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজের জন্য নগরভবনের নির্মাণকাজে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মেহেরপুর থেকে পরিবারের সদস্যরা এলে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, নির্মাণাধীন ভবনটির ১২তলার ছাদ থেকে হঠাৎ একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভেতরে ওই সেনাসদস্যের মাথায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দেলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ ঘটনায় নগর ভবনের নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির ৯ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নগর ভবনের ১১ ও ১২ তলার নির্মাণকাজ চলছে। দুপুরে নির্মাণকাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাতে এ রকম ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত হন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সঠিক তদন্তের মাধ্যমে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় সিসিকের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন মেয়র।
তদন্ত কমিটির আহ্বায়ক সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সদস্য গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মো. দেলওয়ার হোসেন। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় দেলওয়ার নগর ভবনের পাশে সিটি সুপার মার্কেটের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
দেলওয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ল্যান্স করপোরাল ছিলেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজের জন্য নগরভবনের নির্মাণকাজে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মেহেরপুর থেকে পরিবারের সদস্যরা এলে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, নির্মাণাধীন ভবনটির ১২তলার ছাদ থেকে হঠাৎ একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভেতরে ওই সেনাসদস্যের মাথায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দেলওয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ ঘটনায় নগর ভবনের নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির ৯ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নগর ভবনের ১১ ও ১২ তলার নির্মাণকাজ চলছে। দুপুরে নির্মাণকাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাতে এ রকম ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত হন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সঠিক তদন্তের মাধ্যমে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় সিসিকের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন মেয়র।
তদন্ত কমিটির আহ্বায়ক সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সদস্য গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৪ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৪ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৪ ঘণ্টা আগে