মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঢাকাগামী কালনী ট্রেন থামিয়ে একটি মায়া হরিণ জবাই করে ট্রেনে তুলতে দেখা গেছে কয়েকজনকে।
ট্রেনের যাত্রীর ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ঢাকাগামী কালনী ট্রেন উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এ সময় মুখে দাড়ি ও সার্ট পড়া এক ব্যক্তি হরিণটিকে জবাই করে দ্রুত ট্রেনে উঠছেন। তার পেছনে আরও কয়েকজন জবাই করা হরিণকে নিয়ে ট্রেনে উঠেন।
তবে হরিণ জবাইকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ট্রেনের যাত্রী আতিকুর রহমান শিবলু বলেন, লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে দেখা যায় একটি হরিণকে জবাই করে কয়েকজন ট্রেনে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।
পরে গত বুধবার সকাল ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের কাছে বস্তাবন্দি অবস্থায় জবাই করা হরিণটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে সম্ভবত হরিণটি আহত হয়। পরে দুর্বৃত্তরা হরিণটিকে জবাই করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো।’
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি হরিণটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল। তবে আঘাত গুরুতর ছিল না। জবাই না করলে হয়তো বেঁচে যেতো।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘যারা হরিণটিকে জবাই করেছে তাদেরকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঢাকাগামী কালনী ট্রেন থামিয়ে একটি মায়া হরিণ জবাই করে ট্রেনে তুলতে দেখা গেছে কয়েকজনকে।
ট্রেনের যাত্রীর ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ঢাকাগামী কালনী ট্রেন উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এ সময় মুখে দাড়ি ও সার্ট পড়া এক ব্যক্তি হরিণটিকে জবাই করে দ্রুত ট্রেনে উঠছেন। তার পেছনে আরও কয়েকজন জবাই করা হরিণকে নিয়ে ট্রেনে উঠেন।
তবে হরিণ জবাইকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ট্রেনের যাত্রী আতিকুর রহমান শিবলু বলেন, লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে দেখা যায় একটি হরিণকে জবাই করে কয়েকজন ট্রেনে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।
পরে গত বুধবার সকাল ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের কাছে বস্তাবন্দি অবস্থায় জবাই করা হরিণটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে সম্ভবত হরিণটি আহত হয়। পরে দুর্বৃত্তরা হরিণটিকে জবাই করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো।’
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি হরিণটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল। তবে আঘাত গুরুতর ছিল না। জবাই না করলে হয়তো বেঁচে যেতো।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘যারা হরিণটিকে জবাই করেছে তাদেরকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দেশটা যেভাবে চলে এসেছে, এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয়। ক্ষুব্ধ, অসন্তুষ্ট। এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে। সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি চেষ্টা ছিল ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ।
৬ মিনিট আগেবরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, উত্ত্যক্ত ও প্রাইভেট পড়তে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি আজ মঙ্গলবার সংশ্লিষ্ট চিঠি পেয়েছে।
২১ মিনিট আগেঠাকুরগাঁও সদর উপজেলার এক কিশোরীকে অপহরণের ৫০ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মো. রিয়াদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার উদ্ধার কিশোরী ও অভিযুক্ত যুবককে আদালতে হাজির করে পুলিশ। পরে কিশোরীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক।
৩১ মিনিট আগে