Ajker Patrika

কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ 

মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮: ৩৫
কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ 

সুনামগঞ্জের মধ্যনগরে কবরস্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. কাঁচা মিয়া (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠান সেখানকার চিকিৎসকেরা।

কাঁচা মিয়া উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন কাঁচা মিয়ার ছেলে মতিউর রহমান (৩২) এবং অপর পক্ষের সুবাহান (৬৫) ও সুবাহানের ভাতিজা সিকান্দর (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা মিয়া ও সুবাহানের পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় কাঁচা মিয়া তাঁর তিনটি গরু সুবাহানের পারিবারিক কবরস্থানে রেখে আসেন। এ নিয়ে কাঁচা মিয়ার সঙ্গে সুবাহানের ছেলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কাঁচা মিয়া গুরুতর আহত হন। পরে আজ চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে তাঁর মৃত্যু হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিব রহমান বলেন, ‘মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত