Ajker Patrika

বাহুবলে চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ০৬
বাহুবলে চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

হবিগঞ্জের বাহুবলে খন্দকার জাকারিয়া আলম সুমন (২৫) নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন খন্দকার জাকারিয়া আলম সুমন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে নির্বাচনী কাজে বাড়ি থেকে দ্বিগাম্বর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের লামা পুটিজুরী পালবাড়ি নামক স্থানে পৌঁছালে সুমনকে কোপায় দুর্বৃত্তরা। 

সুমনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পথচারীরা সুমনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 

বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তাঁদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

থানার পুলিশ পরিদর্শক আরও বলেন, আহত জাকারিয়া আলম সুমন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মডেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দিলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত