Ajker Patrika

বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১: ৩৪
নিহত সাদিকুর রহমান সাদিক। ছবি: সংগৃহীত
নিহত সাদিকুর রহমান সাদিক। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাদিকুর রহমান সাদিক নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের বাসিন্দা। তিনি নবীগঞ্জ বাজারের মক্কী টেইলার্সের স্বত্বাধিকারী।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থল বানিয়াচং থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাদিকুর রহমান মোটরসাইকেলে করে তাবলিগ জামাতের এক সহকর্মীকে এলাকায় পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান সাদিক।

স্থানীয় লোকজন সাদিককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাদিকের স্ত্রী ও তিন সন্তান রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত