Ajker Patrika

সিলেটে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

সিলেটের ফেঞ্চুগঞ্জে সজল বিশ্বাস পটল (৩৮) হত্যা মামলায় দুই আসামিকে বয়স বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের ২৮২ ধারায় দুই বছর ও ৪৪৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ভোলারকান্দি গ্রামের মৃত দছির আলীর ছেলে শাকিল (২০) ও মিয়াধন মিয়ার ছেলে সুমন আহমেদ (২২)। 

রায় ঘোষণাসময় আদালত পর্যবেক্ষণে বলেন, মামলার আসামিদের বয়স যেহেতু খুবই কম সেকারণে তাদের মৃত্যুদণ্ড না দিয়ে তাদের সংশোধনের সুযোগ হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। একটা সময় আসামিরা নিজেদের অল্প বয়সের ভুল বুঝতে পেরে কারাগারে শাস্তি ভোগ শেষে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এই মামলার অপর তিন আসামি হত্যার ঘটনার সময়ে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে দোষীপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শিশু আদালতে তাদের বিচারিক কার্যক্রম বর্তমানে শুরুর পর্যায়ে রয়েছে। মামলায় মোট ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নিজাম উদ্দিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. জয়নাল আবেদীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত