Ajker Patrika

ফের পাথরবোঝাই ট্রাকে মিলল ২৪৫ বস্তা চিনি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২২ জুন ২০২৪, ১৬: ১১
ফের পাথরবোঝাই ট্রাকে মিলল ২৪৫ বস্তা চিনি

আবারও সিলেটে পাথরবোঝাই ট্রাক থেকে ২৪৫ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার নগরীর শিবগঞ্জ তামাবিল-সিলেট সড়কের সৈয়দ হাতিম আলীর মাজারের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা পাথরের নিচ থেকে ভারতীয় ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। 

আজ শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি জুন মাসেই একাধিকবার একই কায়দায় নিয়ে আসা ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার ছাড়াও থানায় পৃথক মামলা দায়ের করে পুলিশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ভোরে নগরীর শাহপরান সুরমা গেট বাইপাস এলাকায় পুলিশের অভিযান চলাকালে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৮৮)। পরে সৈয়দ হাতিম আলী মাজারের সামনে চেকপোস্টে পালানোর কারণ জানতে চাইলে, গাড়িচালক রাসেল আহমেদ (৩২) বিভিন্ন ধরনের কথা বললে পুলিশের সন্দেহ হয়। 

সিলেটে পাথরবোঝাই ট্রাক থেকে চিনি উদ্ধারএ সময় মো. রাসেল আহমেদ ট্রাকে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও এ–সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতেপারে নি। তখন তিনি সম্রাট নামে অন্য একজনের নাম বললেও তেমন কোনো তথ্য দিতে পারেনি। 

পরে ট্রাকে থাকা পাথরের নিচে ত্রিপল দিয়ে মোড়ানো ২৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়। এসব চিনির বর্তমান বাজারমূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় গাড়িচালক রাসেল আহমেদকে আটক করা হয়। তিনি জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এসএমপির শাহপরান (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত