Ajker Patrika

কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে পথচারীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৮: ০৫
কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে পথচারীর মৃত্যু

কয়েক দিন ধরে প্রায় প্রতি রাতে সিলেটে আঘাত হানে কালবৈশাখী। এতে লন্ডভন্ড হয় মানুষের ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা। এ ছাড়ও বিধ্বস্ত হয় বিদ্যুৎ ব্যবস্থা। গতকাল রাতে এভাবেই প্রচণ্ড বেগে সিলেটে আঘাত হানে কালবৈশাখী। এতে মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটে একজনের।

গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখীতে গাছ ভেঙে ওই পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্টেশন অফিসার বলেন, রাতে সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। সিলেট-সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার তেমুখী বাইপাস এলাকায় গাছ ভেঙে পড়ে। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে গাছ সরাতে গিয়ে চাপা পড়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, কালবৈশাখীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন। তাঁর ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মারা যান।

ওসি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ সরানোর পর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত