Ajker Patrika

শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বৃদ্ধি করল সিকৃবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম। ছবি: আজকের পত্রিকা
সিকৃবি কেন্দ্রীয় অডিটরিয়াম। ছবি: আজকের পত্রিকা

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আসনসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার সিকৃবির কেন্দ্রীয় অডিটরিয়ামে একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী সিকৃবির স্নাতক লেভেল-১ সেমিস্টার-১-এর আসনসংখ্যা ৪৩১ থেকে বৃদ্ধি করে ৫৮০ আসনে উন্নীত করা হয়েছে। এ ছাড়া একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্র-ছাত্রীদের যেসব দাবি আটকে ছিল, এর মধ্যে যৌক্তিক দাবিগুলো অনুমোদনসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে সভায় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণিসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভাগের সহযোগী অধ্যাপকেরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব সিকৃবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।

সভাপতির বক্তব্যে ড. মো. আলিমুল ইসলাম সিকৃবিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত