Ajker Patrika

শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি শাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৭: ২৩
শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি শাবি শিক্ষকদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষকেরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘চেতনা ৭১’ ভাস্কর্যের সামনে এই সমাবেশ হয়।

শাবি শিক্ষকেরা ক্যাম্পাসের চেতনা একাত্তরের পাদদেশে সমবেত হন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে যান। সেখানে শিক্ষকেরা সমাবেশে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০-৭০ জন শিক্ষক।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে শাবির প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করেন। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়।

পরবর্তী সময়ে দুপুর সাড়ে ১২টার দিকে সহস্রাধিক শিক্ষার্থী পদযাত্রা নিয়ে সেখান থেকে শহরের কোর্ট পয়েন্টের দিকে রওনা দেন। নগরের বিভিন্ন পয়েন্ট থেকে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দেন এ পদযাত্রায়। সুবিদবাজার পয়েন্টে পৌঁছালে পুলিশ ফের বাধা দেয়। সেই বাধা ডিঙিয়ে শিক্ষার্থীরা পদযাত্রা করে মীরের ময়দান বেতার সিলেট কেন্দ্রের সামনে পৌঁছালে পুলিশ পেছন থেকে ধাওয়া দেয়। সংঘর্ষ বাধলে টিয়ার গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত