Ajker Patrika

হবিগঞ্জে ট্রেনের কাটা পড়ে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের কাটা পড়ে সুজন মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার রাত ৩টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার শাহিন মিয়ার ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় পৌঁছালে সুজন মিয়া ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত