Ajker Patrika

বাহুবলের ৭ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর তালিকা প্রকাশ 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ৫৩
বাহুবলের ৭ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর তালিকা প্রকাশ 

বাহুবলে ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ড এই তালিকা ঘোষণা করে। এ সময় দলীয় ছয় চেয়ারম্যানের মধ্যে চারজনই মনোনয়ন থেকে বাদ পড়েন।

মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— ১ নম্বর স্নানঘাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশিদ, ২ নম্বর পুঁটিজুরী ইউনিয়নে জেলা তাঁতী লীগের সভাপতি মো. মুদ্দত আলী, ৩ নম্বর সাতকাঁপন ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র পাল, ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রিফাত ইসলাম মুরাদ, ৫ নম্বর লামাতাসী ইউনিয়নে উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল, ৬ নম্বর মিরপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুদ্দিন ও ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান। 

বাদ পড়া চেয়ারম্যানরা হলেন— ১ নম্বর স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, ২ নম্বর পুঁটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ও ৫ নম্বর লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু। 

এ উপজেলায় আগামীকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আগামী ৩১ জানুয়ারি নির্বাচন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত