বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে (২ মে) জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ঈসমাইল উদ্দিন। তিনি বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বিলেতের মাটিতে নির্বাচিত সর্বকনিষ্ঠ বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ঈসমাইল সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও আসমা বেগমের প্রথম ছেলে। তিনি ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
পাঁচ দশক আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্যে ব্রাডফোর্ড কাউন্সিলে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, ঈসমাইল উদ্দিন গত ২ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি থেকে তিনবারের নির্বাচিত কাউন্সিলর হাসান খানকে ১৮২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈসমাইল উদ্দিন পান ১ হাজার ৫৩২ ভোট, তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী হাসান খান পান ১ হাজার ৪৫০। ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ডে ভোটারদের ৭০ শতাংশ পাকিস্তানি বংশোদ্ভূত ও বাকি ৩০ শতাংশ ভোটার বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিক।
ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার ঈসমাইল ব্রাডফোর্ডে নতুন গণজাগরণ তৈরি করতে পেরেছেন। তারই ফল পেয়েছেন নির্বাচনে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির উদ্দিন ও আসমা বেগম দম্পতির সন্তান ঈসমাইল উদ্দিন ২০০৪ সালের জুলাই মাসে ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন। ঈসমাইল ব্রাডফোর্ড হ্যানসন একাডেমিতে মাধ্যমিক শিক্ষার সময় স্কুল ক্যাপ্টেন ও ব্রাডফোর্ড ডিকসন কলেজের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
ঈসমাইল উদ্দিন বর্তমানে লিডস ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়নরত। সেখানকার মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তিনি।
মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে (২ মে) জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ঈসমাইল উদ্দিন। তিনি বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বিলেতের মাটিতে নির্বাচিত সর্বকনিষ্ঠ বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর ঈসমাইল সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের প্রবাসী জমির উদ্দিন ও আসমা বেগমের প্রথম ছেলে। তিনি ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
পাঁচ দশক আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্যে ব্রাডফোর্ড কাউন্সিলে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাজারীগাঁও গ্রামের মনোয়ার হোসেন প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
জানা গেছে, ঈসমাইল উদ্দিন গত ২ মে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি থেকে তিনবারের নির্বাচিত কাউন্সিলর হাসান খানকে ১৮২ ভোটের ব্যবধানে পরাজিত করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈসমাইল উদ্দিন পান ১ হাজার ৫৩২ ভোট, তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী হাসান খান পান ১ হাজার ৪৫০। ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বোউলিং অ্যান্ড ব্যাকার অ্যান্ড ওয়ার্ডে ভোটারদের ৭০ শতাংশ পাকিস্তানি বংশোদ্ভূত ও বাকি ৩০ শতাংশ ভোটার বাংলাদেশি ও অন্যান্য দেশের নাগরিক।
ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার ঈসমাইল ব্রাডফোর্ডে নতুন গণজাগরণ তৈরি করতে পেরেছেন। তারই ফল পেয়েছেন নির্বাচনে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার জমির উদ্দিন ও আসমা বেগম দম্পতির সন্তান ঈসমাইল উদ্দিন ২০০৪ সালের জুলাই মাসে ব্রাডফোর্ড শহরে জন্মগ্রহণ করেন। ঈসমাইল ব্রাডফোর্ড হ্যানসন একাডেমিতে মাধ্যমিক শিক্ষার সময় স্কুল ক্যাপ্টেন ও ব্রাডফোর্ড ডিকসন কলেজের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।
ঈসমাইল উদ্দিন বর্তমানে লিডস ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়নরত। সেখানকার মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূ লিলি আক্তারের (৩০) বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী
১৪ মিনিট আগেউপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলো বলেন, ‘জেলেদের নাম আমরা তালিকাভুক্ত করিনি। ২০০৭-০৮ সালের দিকে ওই নামগুলো তালিকাভুক্ত করা হয়েছে। ওই সময় তালিকাভুক্ত করার পর কিছু জেলে মৃত্যুবরণ করেছেন, আবার বিভিন্ন ত্রুটির কারণে ৫৫৪ জেলেকে সহায়তার কার্ড দেওয়া হয়নি। ওই তালিকা ধরেই আমরা এখনো সহায়তা দিয়ে থাকি। সরকার যদি
২৭ মিনিট আগেওবায়দুর মাসুম বলেন, ‘আমি প্রায়ই অফিস শেষে নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে চলে আসি। আজও (রোববার) রাত ৯টার দিকে মহাখালীর অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলাম। বনানীতে চশমার দোকানে যাওয়ার কারণে কিছুটা দেরি হয়। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেল এসে আমার বাইকের...
১ ঘণ্টা আগেকয়েক দিন আগে জিহাদ কলেজ থেকে ছুটি নিয়ে টঙ্গীর বাসায় আসেন। গতকাল রোববার সন্ধ্যায় রহমান ও আরিফ হোসেন নামে দুই বন্ধুর সঙ্গে দেখা হয় জিহাদের। তাঁরা তিনজন একসঙ্গে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ছুরি নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় রহমান ও আরিফ দৌড়ে পালিয়ে যান। জিহাদকে একা পেয়ে হাম
১ ঘণ্টা আগে