Ajker Patrika

মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 
মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের রাজনগরে ১২টি চা বাগানের শ্রমিকেরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানগুলোর চা শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা। 

মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় বলেন, ‘চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না। ১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ (মঙ্গলবার) থেকে কর্মবিরতি পালন করছি। ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করব।’ 

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানগুলোর চা শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করেনমাথিউড়া চা বাগানের পঞ্চায়েত রাম লাল সাধু বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ 

উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল সোমবার শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। তাই আজ থেকে আমাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি না মানলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত