Ajker Patrika

ভিসা নীতির কারণে বিদেশে উচ্চশিক্ষায় কোনো প্রভাব পড়বে না: দীপু মনি

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৫৬
ভিসা নীতির কারণে বিদেশে উচ্চশিক্ষায় কোনো প্রভাব পড়বে না: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা নিজেদের বারবার কেন খাটো করি এসব প্রশ্নের মধ্য দিয়ে। আমাদের দেশ তো একটা স্বাধীন-সার্বভৌম দেশ। আমাদের নিজস্ব একটা সংবিধান আছে। আমাদের নিজস্ব আইন আছে, গণতন্ত্র আছে।’ এ সময় তিনি মার্কিন ভিসা নীতির কারণে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন।

আজ মঙ্গলবার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট অ্যাপ উদ্বোধন, ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সুধী সমাবেশে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আমাদের পদ্ধতিতে স্বাধীন নির্বাচন কমিশন আছে। একটা অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য বঙ্গবন্ধুকন্যা অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার করার জন্য তার সরকার অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি নির্বাচনেও অংশ নেবে। তেমনি অন্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে যাবে।’

সরকারের বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোকপাত করে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ষড়যন্ত্রকারীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের এই মনোবাসনা পূরণ হবে না।

সমাবেশে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাহর রহমান সেলিম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল বাসেত।

এর আগে শিক্ষামন্ত্রী নামফলক উন্মোচনের পর বেলুন ও পায়রা উড়িয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, স্মার্ট অ্যাপ উদ্বোধন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত