Ajker Patrika

বাহুবলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪: ০০
বাহুবলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাহুবলে আলোচিত ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর পৌনে ৫টার দিকে কুলাউড়া উপজেলার কর্মদা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পুঁটিজুরী ইউনিয়নের চক-সুখচর গ্রামের মৃত ফজলুল হক আখঞ্জীর ছেলে খালেদ আখঞ্জী (৫৮) ও তার ছোট ভাই মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২৩ ডিসেম্বর সকালে মুন্না আখঞ্জীর পুত্র মেহেরাব আল হক ফারিয়াবের স্ত্রীর সঙ্গে চাচাশ্বশুর খালেদ আখঞ্জীর ঝগড়াঝাঁটি হয়। একই রাত প্রায় ৮টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়াবকে (২৫) চাচা খালেদ আখঞ্জী (৫৮) ধারালো ছুরি দিয়ে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। মুমূর্ষু অবস্থায় মেহেরাবকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বলেন, ফারিয়াব হত্যার প্রধান আসামি খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত