Ajker Patrika

হলদির হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

সুনামগঞ্জের ধর্মপাশায় হলদি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মতিউর রহমান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের পাশের হলদির হাওরে ধান কাটতে গিয়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান জামালপুর গ্রামের মৃত আব্দুর রহমান কালাচান মিয়ার ছেলে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে জামালপুর গ্রামের কৃষক মতিউর রহমান নিজ বাড়ির পাশের হলদির হাওরে থাকা তাঁর জমির পাকা বোরো ধান কেটে নৌকায় ওঠাচ্ছিল। এ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস শুরু হলে তিনি নৌকা নিয়ে কিনারে আসতে গেলে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতের ঘটনা সম্পর্কে জেনেছি। মৃতের পরিবারকে সাহায্য করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত