Ajker Patrika

পীরগঞ্জে মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২৩, ১৪: ৩৭
Thumbnail image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুষ্টিগুণসমৃদ্ধ ও উচ্চফলনশীল মুড়াসাকি জাতের মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন হওয়ায় কৃষকেরা এই আলু চাষে ঝুঁকছেন। চলতি বছর ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই উপজেলার প্রায় ১৬৫ হেক্টর জমিতে মুড়াসাকি জাতের মিষ্টি আলু চাষ করা হয়েছে। এতে উপজেলার ৫৫০ জন কৃষকের প্রত্যেকে তাঁদের ২০ শতাংশ জমিতে এই মিষ্টি আলু চাষ করেছেন। সাধারণত এই জাতের মিষ্টি আলু হেক্টরপ্রতি ১৮ থেকে ২০ মেট্রিকটন ফলন হয়ে থাকে।

উপজেলার পাটুয়া গ্রামের কৃষক নবাব আলী ও গোলাম রব্বানি জানান, এবার ৪ হাজার করে মোট ৮ হাজার টাকা ব্যয়ে ২০ শতক করে মোট ৪০ শতক জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন তাঁরা। মিষ্টি আলুতে রোগবালাই নেই বললেই চলে। কম পরিচর্যা ও অল্প খরচে বেশি লাভ হওয়া যায়। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ার আশা করছেন তাঁরা।

পীরগঞ্জের পাটুয়া গ্রামের কৃষক নবাব আলীর আলুখেত পরিদর্শনে উপজেলা কৃষি কর্মকর্তাএকই এলাকার মো. একরামুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় অন্যান্য ফসলের চেয়ে মিষ্টি আলু চাষ করলে ফলন বেশি হয়। মিষ্টি আলু চাষে পরিশ্রম কম ও লাভ বেশি। ৫ হাজার টাকা ব্যয়ে ২০ শতক জমিতে মিষ্টি আলু চাষ করেছি। ফলন ভালো হওয়ার আশা করছি।’ 

একরামুল ইসলাম আরও বলেন, ‘আমার দেখাদেখি পাশের গ্রামের কৃষকেরাও মুড়াসাকি জাতের মিষ্টি আলু চাষে আগ্রহ প্রকাশ করছেন।’ 

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও পংকজ রায় বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে মোট ১৬৫ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত