Ajker Patrika

ভাইয়ের নির্বাচনী প্রতীক হেলিকপ্টারে করে সৈয়দপুরে এলেন জাপানপ্রবাসী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ১৬: ০২
ভাইয়ের নির্বাচনী প্রতীক হেলিকপ্টারে করে সৈয়দপুরে এলেন জাপানপ্রবাসী

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বড় ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নিজ এলাকায় এসেছেন মোজাফফর হোসেন টিপু নামে এক জাপানপ্রবাসী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে  ঢাকা থেকে হেলিকপ্টারে করে স্থানীয় রেলওয়ে মাঠে নামেন তিনি। 

মোজাফফর হোসেন টিপু সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহসীন আলী রুবেলের ছোট ভাই। মহসীন আলী হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মহসীন আলী রুবেল বলেন, ‘আমার ছোট ভাই মোজাফফর হোসেন টিপু  দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে জাপানে এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত। আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ওই দিন জাপানি বন্ধু ইতোকে নিয়ে বাড়িতে আসে সে। এ ছাড়া ঢাকা থেকে হেলিকপ্টারে করে তার সঙ্গে সৈয়দপুরে আসেন উপজেলার কামারপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান জিকো আহম্মেদ।’

হেলিকপ্টারে এক প্রবাসী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এসেছেন শুনে তা দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকায়মোজাফফর হোসেন বলেন, ‘আমার বড় ভাই মহসীন আলী রুবেল সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত ভাইয়ের নির্বাচনে প্রচারণায় অংশ নিতেই বাড়িতে এসেছি। ভাই যেহেতু হেলিকপ্টার প্রতীক নির্বাচন করছেন, তাই হেলিকপ্টার করেই বাড়ি এসেছি।’ এ সময় ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করেন তিনি। 

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে। নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত