রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদসহ সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়েছে ছয় ইউনিয়নের ৮০টি গ্রামের লক্ষাধিক মানুষ। এসব ইউনিয়নের সড়কগুলো তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে এলাকার মানুষ। আজ শনিবার কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সেই সঙ্গে আউশ ধান, পাট, চীনা, তিল, আখ ও সবজিখেত তলিয়ে যাওয়ায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। রৌমারীর নতুন বন্দর এলসি পোর্ট পানিতে তলিয়ে যাওয়ায় পোর্টের কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার শ্রমিক।
দাঁতভাঙ্গা ইউনিয়নের চরগয়টাপাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন (৪৫) বলেন, বোরো ধান কাটা শেষ না হতেই বৃষ্টি ও পাহাড়ি ঢলে আমাদের সারা গ্রাম তলিয়ে গেছে। এখন নৌকা ও কলার ভেলা ছাড়া চলাচল করা সম্ভব হচ্ছে না।
একই ইউনিয়নের বাইশপাড়া গ্রামের আমেনা বেগম (৪০) বলেন, ‘এক রাতে এত পানি বাড়ে আমার জন্মেও দেখি নাই। আমার পাঁচ বিঘা জমির চীনা পানিতে তলিয়ে গেছে।
একই গ্রামের আব্দুস ছালাম বলেন, ‘বাড়িতে পানি ওঠায় পোলাপান নিয়ে কষ্টে আছি। যে হারে পানি বাড়ছে, বাড়িতে থাকা সম্ভব হবে না।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, ভারী বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ছয়টি ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে ১ লাখের বেশি মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং টিম ও বন্যানিয়ন্ত্রণ সমন্বয়কক্ষ চালু করা হয়েছে। পানিবন্দী ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামের রৌমারীতে কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদসহ সব কটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী হয়ে পড়েছে ছয় ইউনিয়নের ৮০টি গ্রামের লক্ষাধিক মানুষ। এসব ইউনিয়নের সড়কগুলো তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে এলাকার মানুষ। আজ শনিবার কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সেই সঙ্গে আউশ ধান, পাট, চীনা, তিল, আখ ও সবজিখেত তলিয়ে যাওয়ায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। রৌমারীর নতুন বন্দর এলসি পোর্ট পানিতে তলিয়ে যাওয়ায় পোর্টের কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার শ্রমিক।
দাঁতভাঙ্গা ইউনিয়নের চরগয়টাপাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন (৪৫) বলেন, বোরো ধান কাটা শেষ না হতেই বৃষ্টি ও পাহাড়ি ঢলে আমাদের সারা গ্রাম তলিয়ে গেছে। এখন নৌকা ও কলার ভেলা ছাড়া চলাচল করা সম্ভব হচ্ছে না।
একই ইউনিয়নের বাইশপাড়া গ্রামের আমেনা বেগম (৪০) বলেন, ‘এক রাতে এত পানি বাড়ে আমার জন্মেও দেখি নাই। আমার পাঁচ বিঘা জমির চীনা পানিতে তলিয়ে গেছে।
একই গ্রামের আব্দুস ছালাম বলেন, ‘বাড়িতে পানি ওঠায় পোলাপান নিয়ে কষ্টে আছি। যে হারে পানি বাড়ছে, বাড়িতে থাকা সম্ভব হবে না।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, ভারী বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ছয়টি ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে ১ লাখের বেশি মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং টিম ও বন্যানিয়ন্ত্রণ সমন্বয়কক্ষ চালু করা হয়েছে। পানিবন্দী ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
১ সেকেন্ড আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৭ মিনিট আগে