লালমনিরহাট প্রতিনিধি
বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘একদলীয় শাসনব্যবস্থা বহাল রাখতেই সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে।’
আজ শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমি পার্লামেন্টে বলেছিলাম যে, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন কায়েম করছে। আজকে নিউইয়র্ক টাইমস বাংলাদেশ সম্পর্কে লিখেছে, নীরবে ধ্বংস করা হচ্ছে গণতন্ত্রকে। সেখানে তারা রিপোর্টের ভেতরে বলছে, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছে।’
সম্প্রতি সংশোধন করা সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে জিএম কাদের বলেন, ‘একদলীয় শাসনব্যবস্থা বহাল রাখতেই এই আইনকে ব্যবহার করা হচ্ছে। আমাদের এমপিরা সংসদে এর বিরোধিতা করলেও সরকার তা শোনেনি।’
আওয়ামী লীগ ও বিএনপিকে মুদ্রার এপিঠ–ওপিঠ উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টিকে মানুষ দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের এ শুভসূচনা এই জাতীয় পার্টিকে দিয়ে হয়েছে। আজকে যে রাস্তায় পিচঢালা হচ্ছে, তা জাতীয় পার্টি করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।’
এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় পার্টির সহযোগিতায় ক্ষমতায় এসেছে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা লুটপাট করেছে। ক্যাপাসিটি চার্জ হিসেবে এই লুটপাটের হিসাব আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দিতে হবে।’
বর্তমান সরকারের মন্ত্রীদের সম্পর্কে তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আমি বলি, জনগণের টাকায় মন্ত্রীদের বেতন–ভাতা চলে, সেই জনগণের জন্য যদি সিন্ডিকেট ভাঙা না যায়, তাহলে মন্ত্রী থাকার দরকার কী?’
বিএনপির এক দফা সম্পর্কে জাপা মহাসচিব বলেন, ‘আপনারা কেমন দল, তা আমরা জানি। আপনাদের আমলে বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে মারা হয়েছিল। আপনাদের (বিএনপি) আমলেই দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছিল।’
জাপা মহাসচিব আরও বলেন, ‘বিএনপির এক দফা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করে তারেক রহমানকে ক্ষমতায় বসানো। আর আওয়ামী লীগের এক দফা হলো, তারা ক্ষমতায় থেকে ভোট করে আবার ক্ষমতায় আসবে। কিন্তু জনগণের স্পষ্ট কথা হলো, সুষ্ঠু ভোটের মাধ্যমে জি এম কাদের তথা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে।’
দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাপার আহ্বায়ক শেরীফা কাদের। সঞ্চালনা করেন সদস্যসচিব জাহিদ হাসান।
সম্মেলনে বক্তব্য দেন জাপার কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াছির প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিতে লালমনিরহাট জেলা জাপার সভাপতি হিসেবে শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান লিমনের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘একদলীয় শাসনব্যবস্থা বহাল রাখতেই সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে।’
আজ শনিবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জেলা জাপার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমি পার্লামেন্টে বলেছিলাম যে, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন কায়েম করছে। আজকে নিউইয়র্ক টাইমস বাংলাদেশ সম্পর্কে লিখেছে, নীরবে ধ্বংস করা হচ্ছে গণতন্ত্রকে। সেখানে তারা রিপোর্টের ভেতরে বলছে, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছে।’
সম্প্রতি সংশোধন করা সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে জিএম কাদের বলেন, ‘একদলীয় শাসনব্যবস্থা বহাল রাখতেই এই আইনকে ব্যবহার করা হচ্ছে। আমাদের এমপিরা সংসদে এর বিরোধিতা করলেও সরকার তা শোনেনি।’
আওয়ামী লীগ ও বিএনপিকে মুদ্রার এপিঠ–ওপিঠ উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টিকে মানুষ দেখেছে সুশাসন দিতে। উন্নয়নের এ শুভসূচনা এই জাতীয় পার্টিকে দিয়ে হয়েছে। আজকে যে রাস্তায় পিচঢালা হচ্ছে, তা জাতীয় পার্টি করেছে। এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে।’
এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় পার্টির সহযোগিতায় ক্ষমতায় এসেছে। কিন্তু এই আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ১ লাখ ১৪ হাজার কোটি টাকা লুটপাট করেছে। ক্যাপাসিটি চার্জ হিসেবে এই লুটপাটের হিসাব আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দিতে হবে।’
বর্তমান সরকারের মন্ত্রীদের সম্পর্কে তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আমি বলি, জনগণের টাকায় মন্ত্রীদের বেতন–ভাতা চলে, সেই জনগণের জন্য যদি সিন্ডিকেট ভাঙা না যায়, তাহলে মন্ত্রী থাকার দরকার কী?’
বিএনপির এক দফা সম্পর্কে জাপা মহাসচিব বলেন, ‘আপনারা কেমন দল, তা আমরা জানি। আপনাদের আমলে বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে মারা হয়েছিল। আপনাদের (বিএনপি) আমলেই দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছিল।’
জাপা মহাসচিব আরও বলেন, ‘বিএনপির এক দফা হলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট করে তারেক রহমানকে ক্ষমতায় বসানো। আর আওয়ামী লীগের এক দফা হলো, তারা ক্ষমতায় থেকে ভোট করে আবার ক্ষমতায় আসবে। কিন্তু জনগণের স্পষ্ট কথা হলো, সুষ্ঠু ভোটের মাধ্যমে জি এম কাদের তথা জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে।’
দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাপার আহ্বায়ক শেরীফা কাদের। সঞ্চালনা করেন সদস্যসচিব জাহিদ হাসান।
সম্মেলনে বক্তব্য দেন জাপার কো–চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি, অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াছির প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিতে লালমনিরহাট জেলা জাপার সভাপতি হিসেবে শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে জাহিদ হাসান লিমনের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১০ মিনিট আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৪০ মিনিট আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
১ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে