গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও রংপুর-১ আসনসহ আওয়ামী লীগে ২৯৮ জন এবং জাতীয় পার্টিতে ২৮৭ জনকে মনোনীত করা হয়েছে। তবে জোটের অংশীজন হয়ে রংপুর-১ আসনটি আবারও হারানোর আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।
আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজু। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ার।
দলের নেতা-কর্মীরা বলছেন, রংপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে মহাজোটের জটে আটকা পড়েছে। ফলে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পেলেও আটকে যায় নৌকা প্রতীক। নৌকাবিহীন নির্বাচনে লাঙ্গল প্রতীকেই ভোট দেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা, যা স্থানীয় আওয়ামী লীগকে দলীয় সংসদ সদস্য থেকে বঞ্চিত রেখেছে। এ ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানলেও তাঁদের কারও মনেই স্বস্তি নেই। তাঁদের এমন আক্ষেপ এক দশকেরও বেশি সময় ধরে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে এবারও আমাদের লাঙ্গলে ভোট দেওয়া লাগতে পারে। এটাই আমাদের দুশ্চিন্তার কারণ। তবে যাই হোক, দল যেহেতু করি, দলীয় নির্দেশ তো মেনে চলতেই হবে।’
অন্যদিকে একই শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘মহাজোটের কারণে আমাদের কেবল ত্যাগই বাড়ছে, প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থাকছে। তাই আমরা দলীয় প্রধানের কাছে আশা করব, এবার যেন আমাদের আর ত্যাগ করতে না হয়। এবার যেন নৌকায় ভোট দিতে পারি।’
এবারে রংপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত সোমবার (২৭ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা রিটার্নিং (নির্বাহী) অফিসারের কার্যালয় থেকে অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে নৌকা প্রতীকের এই মনোনয়নপত্র দাখিলও করা হবে। ১৭ নভেম্বর প্রতীক ঘোষণার দিন পর্যন্ত এই মনোনয়নপত্র বহাল থাকবে কি না, সে নিয়েও আতঙ্কে রয়েছেন দলীয় অনেক নেতা-কর্মী ও সমর্থক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও রংপুর-১ আসনসহ আওয়ামী লীগে ২৯৮ জন এবং জাতীয় পার্টিতে ২৮৭ জনকে মনোনীত করা হয়েছে। তবে জোটের অংশীজন হয়ে রংপুর-১ আসনটি আবারও হারানোর আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।
আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজু। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ার।
দলের নেতা-কর্মীরা বলছেন, রংপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে মহাজোটের জটে আটকা পড়েছে। ফলে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পেলেও আটকে যায় নৌকা প্রতীক। নৌকাবিহীন নির্বাচনে লাঙ্গল প্রতীকেই ভোট দেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা, যা স্থানীয় আওয়ামী লীগকে দলীয় সংসদ সদস্য থেকে বঞ্চিত রেখেছে। এ ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানলেও তাঁদের কারও মনেই স্বস্তি নেই। তাঁদের এমন আক্ষেপ এক দশকেরও বেশি সময় ধরে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে এবারও আমাদের লাঙ্গলে ভোট দেওয়া লাগতে পারে। এটাই আমাদের দুশ্চিন্তার কারণ। তবে যাই হোক, দল যেহেতু করি, দলীয় নির্দেশ তো মেনে চলতেই হবে।’
অন্যদিকে একই শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘মহাজোটের কারণে আমাদের কেবল ত্যাগই বাড়ছে, প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থাকছে। তাই আমরা দলীয় প্রধানের কাছে আশা করব, এবার যেন আমাদের আর ত্যাগ করতে না হয়। এবার যেন নৌকায় ভোট দিতে পারি।’
এবারে রংপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত সোমবার (২৭ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা রিটার্নিং (নির্বাহী) অফিসারের কার্যালয় থেকে অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে নৌকা প্রতীকের এই মনোনয়নপত্র দাখিলও করা হবে। ১৭ নভেম্বর প্রতীক ঘোষণার দিন পর্যন্ত এই মনোনয়নপত্র বহাল থাকবে কি না, সে নিয়েও আতঙ্কে রয়েছেন দলীয় অনেক নেতা-কর্মী ও সমর্থক।
নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে প্রাণে বাঁচতে গিয়ে আহত হয়েছেন বাসন্তী রানী সাহা (৮০) নামে এক বৃদ্ধা। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকার ধনঞ্জয় সাহা ও গোবিন্দ কুমার সাহার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেকিশোরগঞ্জের হোসেনপুরে গত দুই দিনে বেওয়ারিশ কুকুর ও খাবারের সন্ধানে এলাকায় দাপিয়ে বেড়ানো বানরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। গত শনিবার ও গতকাল রোববার (১৮ ও ১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ এই
২৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে মো. মাহবুব হোসেন নামে এক জামায়াত নেতার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও রাজনীতি ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মাহবুব হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেক্রেটারি। চাঁদা না দিলে তাঁকে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়
৩৪ মিনিট আগেবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড ২০০৯ সালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মালিকানাধীন দুই একর জমিতে কেন্দ্রটি স্থাপন করে। এই কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরে আসে।
২ ঘণ্টা আগে