Ajker Patrika

কক্সবাজারে ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্য

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৭: ৪০
মেজবাহ উদ্দিন। ছবি: সংগৃহীত
মেজবাহ উদ্দিন। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মিছবাহ উদ্দিন (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়ী কীভাবে ছাদ থেকে পড়ল সে রহস্য জানতে তদন্ত করছে তারা।

নিহত মিছবাহ উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কক্সবাজার শহরে মেজবাহ উদ্দিনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কক্সবাজার বাঁশখালী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, সকালে সদর উপজেলার লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজগুলো পর্যালোচনাসহ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মেজবাহ উদ্দিনের মৃত্যুটি রহস্যজনক মন্তব্য করে বাঁশখালী সমিতির নেতা সুলতান আহমদ বলেন, ‘সচরাচর কোনো স্বাভাবিক ও সুস্থ ব্যক্তি কোনো ভবনের ছাদ বা স্থান থেকে নিচে পড়ে গেলে শোর চিৎকার আর নড়াচড়া করার কথা। কিন্তু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাতে এ ধরনের কোনো দৃশ্যের দেখা মেলেনি। তবে একটি সিসিটিভি ফুটেজে জনৈক ব্যক্তিকে ভবনের ওপর থেকে নিচে উঁকি মেরে দেখতে দেখা যাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।’

সুলতান আহমদ জানান, মেজবাহ উদ্দিনের কক্সবাজারে রিয়েল এস্টেট ব্যবসা ছিল। একটি জমি নিয়ে তাঁর সঙ্গে কিছু লোকের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত