কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মিছবাহ উদ্দিন (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়ী কীভাবে ছাদ থেকে পড়ল সে রহস্য জানতে তদন্ত করছে তারা।
নিহত মিছবাহ উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কক্সবাজার শহরে মেজবাহ উদ্দিনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কক্সবাজার বাঁশখালী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, সকালে সদর উপজেলার লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজগুলো পর্যালোচনাসহ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মেজবাহ উদ্দিনের মৃত্যুটি রহস্যজনক মন্তব্য করে বাঁশখালী সমিতির নেতা সুলতান আহমদ বলেন, ‘সচরাচর কোনো স্বাভাবিক ও সুস্থ ব্যক্তি কোনো ভবনের ছাদ বা স্থান থেকে নিচে পড়ে গেলে শোর চিৎকার আর নড়াচড়া করার কথা। কিন্তু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাতে এ ধরনের কোনো দৃশ্যের দেখা মেলেনি। তবে একটি সিসিটিভি ফুটেজে জনৈক ব্যক্তিকে ভবনের ওপর থেকে নিচে উঁকি মেরে দেখতে দেখা যাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।’
সুলতান আহমদ জানান, মেজবাহ উদ্দিনের কক্সবাজারে রিয়েল এস্টেট ব্যবসা ছিল। একটি জমি নিয়ে তাঁর সঙ্গে কিছু লোকের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন তিনি।
কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মিছবাহ উদ্দিন (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যবসায়ী কীভাবে ছাদ থেকে পড়ল সে রহস্য জানতে তদন্ত করছে তারা।
নিহত মিছবাহ উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ লিংক রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কক্সবাজার শহরে মেজবাহ উদ্দিনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কক্সবাজার বাঁশখালী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, সকালে সদর উপজেলার লিংক রোড এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে হত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ। ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফুটেজগুলো পর্যালোচনাসহ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মেজবাহ উদ্দিনের মৃত্যুটি রহস্যজনক মন্তব্য করে বাঁশখালী সমিতির নেতা সুলতান আহমদ বলেন, ‘সচরাচর কোনো স্বাভাবিক ও সুস্থ ব্যক্তি কোনো ভবনের ছাদ বা স্থান থেকে নিচে পড়ে গেলে শোর চিৎকার আর নড়াচড়া করার কথা। কিন্তু সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তাতে এ ধরনের কোনো দৃশ্যের দেখা মেলেনি। তবে একটি সিসিটিভি ফুটেজে জনৈক ব্যক্তিকে ভবনের ওপর থেকে নিচে উঁকি মেরে দেখতে দেখা যাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে।’
সুলতান আহমদ জানান, মেজবাহ উদ্দিনের কক্সবাজারে রিয়েল এস্টেট ব্যবসা ছিল। একটি জমি নিয়ে তাঁর সঙ্গে কিছু লোকের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। তাই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা নিশ্চিত হওয়া জরুরি বলে মনে করেন তিনি।
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক সালিসি সভায় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. জাবেদকে না ডাকায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
৩ মিনিট আগেমৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সোহেলের ছোট ভাই ইমন উদ্দিনও অচেতন হয়ে পড়েন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৯ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাকিব আলী (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌঘাট এলাকার নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেবগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রাম সংলগ্ন বাঙ্গালী নদীতে লাশটি ভেসে আসে।
৪২ মিনিট আগে