Ajker Patrika

সেপটিক ট্যাংক থেকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৫: ৪৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

এ সময় সুহেলের ছোট ভাই ইমন উদ্দিনও অচেতন হয়ে পড়েন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।

সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুহেল আহমদের মানিব্যাগ একটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সুহেল অচেতন হয়ে পড়েন। তাঁকে উদ্ধারের জন্য ছোট ভাই ইমন ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন।

পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুহেল আহমদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমন উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, অতিরিক্ত গ্যাসে সুহেল আহমদের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত