চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক সালিশি সভায় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. জাবেদকে না ডাকায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তথ্যটি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ। ভুক্তভোগী নারী চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মো. জাবেদ উপজেলা চিওড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিন মাস আগে জায়গা-সম্পত্তি নিয়ে তার (ভুক্তভোগী নারী) সন্তানদের সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বিষয়টি তিনি ইউপি সদস্য জাবেদকে অবগত করেন। বুধবার আত্মীয়স্বজনের অনুরোধে ওই নারী ও তাঁর স্বামী সন্তানদের নিয়ে পারিবারিক সালিশি সভায় বসে সমাধান করেন। এ সময় ইউপি সদস্য জাবেদকে ডাকা হয়নি। পরে বিষয়টি ইউপি সদস্য জাবেদ জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে গালমন্দ করতে থাকেন। এ সময় হাছিনা প্রতিবাদ করলে তাঁকে ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন।
অভিযোগে ভুক্তভোগী নারী আরও উল্লেখ করেন, জখমের কারণে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ইউপি সদস্য জাবেদ তার শ্লীলতাহানি করেন এবং গলায় থাকা ২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ইউপি সদস্যের হাত থেকে তাঁকে রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
ওই নারীর ভাই বলেন, ‘ইউপি সদস্য জাবেদ এলাকায় সালিস-দরবারের নামে মানুষের থেকে টাকা-পয়সা আদায় করতেন। আমার বোনের পারিবারিক কলহের সালিশি সভায় তাঁকে না ডাকায় বোনকে মারধর ও শ্লীলতাহানি করেছেন।’
ইউপি সদস্য জাবেদ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা সত্য নয়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ইউপি সদস্য জাবেদের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত সাপেক্ষে ইউপি সদস্য জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক সালিশি সভায় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. জাবেদকে না ডাকায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তথ্যটি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহাম্মেদ। ভুক্তভোগী নারী চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মো. জাবেদ উপজেলা চিওড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিন মাস আগে জায়গা-সম্পত্তি নিয়ে তার (ভুক্তভোগী নারী) সন্তানদের সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বিষয়টি তিনি ইউপি সদস্য জাবেদকে অবগত করেন। বুধবার আত্মীয়স্বজনের অনুরোধে ওই নারী ও তাঁর স্বামী সন্তানদের নিয়ে পারিবারিক সালিশি সভায় বসে সমাধান করেন। এ সময় ইউপি সদস্য জাবেদকে ডাকা হয়নি। পরে বিষয়টি ইউপি সদস্য জাবেদ জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে গালমন্দ করতে থাকেন। এ সময় হাছিনা প্রতিবাদ করলে তাঁকে ঘুষি মেরে রক্তাক্ত জখম করেন।
অভিযোগে ভুক্তভোগী নারী আরও উল্লেখ করেন, জখমের কারণে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ইউপি সদস্য জাবেদ তার শ্লীলতাহানি করেন এবং গলায় থাকা ২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ইউপি সদস্যের হাত থেকে তাঁকে রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
ওই নারীর ভাই বলেন, ‘ইউপি সদস্য জাবেদ এলাকায় সালিস-দরবারের নামে মানুষের থেকে টাকা-পয়সা আদায় করতেন। আমার বোনের পারিবারিক কলহের সালিশি সভায় তাঁকে না ডাকায় বোনকে মারধর ও শ্লীলতাহানি করেছেন।’
ইউপি সদস্য জাবেদ হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা সত্য নয়।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মদ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ইউপি সদস্য জাবেদের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত সাপেক্ষে ইউপি সদস্য জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে আগুন পুরোপুরি নেভেনি। আর পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
৫ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
৮ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১৯ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ টানা চার মাস জলমগ্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় দুই প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যা
২৩ মিনিট আগে