Ajker Patrika

সীমান্তে গুজব ছড়ালে গ্রেপ্তার করা হবে: বিজিবি রিজিওন কমান্ডার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
সীমান্তে গুজব ছড়ালে গ্রেপ্তার করা হবে: বিজিবি রিজিওন কমান্ডার

সীমান্তে কোনো ধরনের গুজব ছড়ালে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল। এসব লোকজনের মধ্যে একজনও প্রতিবেশী দেশে (ভরত) যায়নি।

গুজব ছড়িয়ে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আজ মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, ‘বিজিবির রংপুর রিজিয়নের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৩টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। এর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম ও হাতীবান্ধা হাইওয়ে থানাও রয়েছে।’

সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে জানিয়ে এ রিজিয়ন কমান্ডার বলেন, ‘সকল ধর্মাবলম্বীসহ সবার নিরাপত্তায় কাজ করছে বিজিবি।’

এ সময় বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, রংপুর হাইওয়ে পুলিশের সার্কেল অফিসার হরেশ্বর রায়, হাতীবান্ধা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত