রংপুর প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে রংপুরে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি আওতায় ক্লাস, পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে বিক্ষোভ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কট ও গাজায় দ্রুত গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী রংপুর টাউন হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা ১টায় রংপুর পায়রা চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফিলিস্তিন স্বাধীন ও ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ, তাদেরও বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই সুযোগ পাচ্ছে ইসরায়েল। মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে এই গণহত্যার প্রতিবাদ করতে হবে। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। সকাল সাড়ে ১০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলেই অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেন, ‘গাজায় যে মানবতাবিরোধী বর্বর হত্যাকাণ্ড হচ্ছে, সারা বিশ্বের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর বিরুদ্ধে। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বানে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আমরাও মানবতাবিরোধী অপরাধের ইসরায়েলিদের শাস্তির জন্য দাঁড়িয়েছি। গাজা একা না আমরাও তাদের সঙ্গে আছি।’
জাতিসংঘকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ‘আমরা জাতিসংঘকে একটি বার্তা দিতে চাই বাংলাদেশের পক্ষ থেকে, গাজার মানুষ যেন মুক্তি পায়, মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের যেন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। গাজা যে অবস্থায় ছিল, সে অবস্থায় যেন ফিরে আসে। সেই ব্যবস্থা করার জন্য ছাত্র-শিক্ষক কর্মচারী-কর্মকর্তারা সবাই একত্রিত হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ২টা ৩০ মিনিটে নগরীর কেরামতিয়া মসজিদে একটি বিক্ষোভ মিছিল ও বিকেল সাড়ে ৪টায় রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা লালবাগ এলাকা থেকে একই কর্মসূচিতে বিক্ষোভ মিছিল বের করবেন। এ ছাড়া জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন জায়গায় দিনব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি চলছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে রংপুরে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি আওতায় ক্লাস, পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে বিক্ষোভ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভে ইসরায়েলি পণ্য বয়কট ও গাজায় দ্রুত গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় সারা বিশ্বের মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে রংপুর নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী রংপুর টাউন হলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা ১টায় রংপুর পায়রা চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফিলিস্তিন স্বাধীন ও ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, প্যালেস্টাইন প্যালেস্টাইন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ, তাদেরও বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে, যার জন্যই সুযোগ পাচ্ছে ইসরায়েল। মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে এই গণহত্যার প্রতিবাদ করতে হবে। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। সকাল সাড়ে ১০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলেই অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দ্রুত ফিলিস্তিন ও ইসরায়েলের এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করা হোক। আর যুদ্ধ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেন, ‘গাজায় যে মানবতাবিরোধী বর্বর হত্যাকাণ্ড হচ্ছে, সারা বিশ্বের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এর বিরুদ্ধে। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বানে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আমরাও মানবতাবিরোধী অপরাধের ইসরায়েলিদের শাস্তির জন্য দাঁড়িয়েছি। গাজা একা না আমরাও তাদের সঙ্গে আছি।’
জাতিসংঘকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ‘আমরা জাতিসংঘকে একটি বার্তা দিতে চাই বাংলাদেশের পক্ষ থেকে, গাজার মানুষ যেন মুক্তি পায়, মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের যেন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয়। গাজা যে অবস্থায় ছিল, সে অবস্থায় যেন ফিরে আসে। সেই ব্যবস্থা করার জন্য ছাত্র-শিক্ষক কর্মচারী-কর্মকর্তারা সবাই একত্রিত হয়ে গণহত্যার প্রতিবাদ জানাচ্ছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ২টা ৩০ মিনিটে নগরীর কেরামতিয়া মসজিদে একটি বিক্ষোভ মিছিল ও বিকেল সাড়ে ৪টায় রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা লালবাগ এলাকা থেকে একই কর্মসূচিতে বিক্ষোভ মিছিল বের করবেন। এ ছাড়া জেলার প্রত্যেকটি উপজেলার বিভিন্ন জায়গায় দিনব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি চলছে।
পার্বত্য জেলা রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি গ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নেই কোনো নলকূপ। দাবদাহে শুকিয়ে গেছে পাহাড়ি ছড়া, ঝরনা ও নালা। পানির স্তর নিচে নেমে যাওয়ায় কুয়ার পানিও পাওয়া যাচ্ছে না। ফলে পাহাড়ে বসবাসরত মানুষের কষ্ট বহুগুণ বেড়েছে।
৪৩ মিনিট আগেশিপ ব্রেকিং ইয়ার্ড নির্মাণ করতে এবার ২০ একর বনভূমি বরাদ্দ চেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের আবুল কাশেম (রাজা কাশেম)। তবে বরাদ্দ পাওয়ার আগেই বনাঞ্চলের গাছ সাবাড় করে ইয়ার্ডের জন্য দোতলা ভবন নির্মাণ করেছেন তিনি। সাগর থেকে বালু তুলে সাগরই ভরাট করেছেন। সম্প্রসারণ করেছেন ইয়ার্ড।
১ ঘণ্টা আগেইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় গত নভেম্বর থেকে সারা দেশে মৎস্য অধিদপ্তরের কর্মযজ্ঞ চলছে। অথচ বরিশাল জেলার গুরুত্বপূর্ণ তিন উপজেলায় জাটকা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজনই। তিনিই আবার বরিশাল মৎস্যবীজ উৎপাদন খামারের দায়িত্বে।
১ ঘণ্টা আগেকেউ কাগজ কেটে ফুল, প্যাঁচাসহ নানা পাখপাখালির আদল গড়ছেন। কেউ আবার গভীর মনোযোগে ছবি আঁকছেন বা নকশা করছেন কাগজে। নানা আকৃতি ও ধরনের মুখোশে দেওয়া হচ্ছে রং-তুলির পরশ। এই কর্মযজ্ঞ চলছে বাংলা নববর্ষ বরণের শোভাযাত্রার আঁতুড়ঘর হিসেবে খ্যাত যশোরের চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটে।
১ ঘণ্টা আগে