Ajker Patrika

সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) দিবাগত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। আবেদ আলী ওই এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকার পাশে এরশাদ হোসেন সেবুর সুপারিবাগান রয়েছে। রোববার (১১ মে) সকাল ৯টার দিকে ওই বাগানে মৃত অবস্থায় আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় শ্রমিকেরা। পরে স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক জনতার বাজারের একাধিক বাসিন্দা বলেন, ‘ওই ব্যক্তি (আবেদ আলী) দীর্ঘদিন ধরে এলাকায় ছোটখাটো চুরি করত। অনেকবার তাকে ধরে বিচার-সালিস করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে মারা গেছেন।’

আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুরি করে সংসার চালায়। রাতে ৩টার সময় ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছে। কীভাবে কী হয়েছে আমি বলতে পারি না।’

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি গাছে উঠে সুপারি পাড়তে গিয়ে পড়ে মারা গেছে। গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মতো ছিল। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত