Ajker Patrika

গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন গৃহবধূর স্বামী ছাইফুল ইসলাম ও তাঁর সহযোগী আব্দুল করিম। তাঁরা সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালে ২০ জুলাই পারিবারিক বিরোধের জেরে স্বামী ছাইফুল তাঁর সহযোগী আব্দুল করিমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে তাঁর লাশ কামালেরপাড়ার বসন্তেরপড়া গ্রামের একটি শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন তাঁরা। পরে ৩০ জুলাই সাঘাটা থানা-পুলিশ ওই ট্যাংক থেকে শিউলির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিউলির ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় পাঁচজনের নামে হত্যা মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ছাইফুল ও তাঁর সহযোগী আব্দুল করিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলায় আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

এদিকে সরকারি কৌঁসুলি (পিপি) কনক এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ হত্যাকাণ্ডে তাঁরা যথাযথ বিচার পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত