পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ছয় মাস বয়সী মেয়েকে হত্যার দায়ে বাবা নাজিমুল হককে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাহাঙ্গীর আলম। তিন বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট। এই রায় মেয়ে সন্তানের প্রতি মানুষকে যত্নবান হতে উৎসাহ জোগাবে। সশ্রম কারাদণ্ড ভোগের পর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’
এপিপি জানান, দণ্ডপ্রাপ্ত নাজিমুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড জয়ধরভাঙা এলাকায়। তাঁর সঙ্গে সম্পর্কের থাকায় একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদারের বিয়ে হয়। বিয়ের পর ছেলে জন্ম না হয়ে একে একে তিনটি মেয়ে সন্তান জন্ম হওয়ায় পারিবারিক কলহে জড়ান নাজিমুল। এর জেরে ২০১৯ সালের ৩১ মার্চ মধ্যরাতে স্ত্রীসহ সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। একপর্যায়ে ছয় মাসের শিশুমেয়ে রত্নাকে কুপিয়ে হত্যা করেন।
এপিপি আরও জানান, ওই ঘটনায় নাজিমুলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন রশিদার বাবা। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
পঞ্চগড়ে ছয় মাস বয়সী মেয়েকে হত্যার দায়ে বাবা নাজিমুল হককে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাহাঙ্গীর আলম। তিন বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট। এই রায় মেয়ে সন্তানের প্রতি মানুষকে যত্নবান হতে উৎসাহ জোগাবে। সশ্রম কারাদণ্ড ভোগের পর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’
এপিপি জানান, দণ্ডপ্রাপ্ত নাজিমুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড জয়ধরভাঙা এলাকায়। তাঁর সঙ্গে সম্পর্কের থাকায় একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদারের বিয়ে হয়। বিয়ের পর ছেলে জন্ম না হয়ে একে একে তিনটি মেয়ে সন্তান জন্ম হওয়ায় পারিবারিক কলহে জড়ান নাজিমুল। এর জেরে ২০১৯ সালের ৩১ মার্চ মধ্যরাতে স্ত্রীসহ সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। একপর্যায়ে ছয় মাসের শিশুমেয়ে রত্নাকে কুপিয়ে হত্যা করেন।
এপিপি আরও জানান, ওই ঘটনায় নাজিমুলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন রশিদার বাবা। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
১৪ মিনিট আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
২৩ মিনিট আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
২৮ মিনিট আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে