Ajker Patrika

পঞ্চগড়ে শিশু মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শিশু মেয়েকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে ছয় মাস বয়সী মেয়েকে হত্যার দায়ে বাবা নাজিমুল হককে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. জাহাঙ্গীর আলম। তিন বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট। এই রায় মেয়ে সন্তানের প্রতি মানুষকে যত্নবান হতে উৎসাহ জোগাবে। সশ্রম কারাদণ্ড ভোগের পর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।’

এপিপি জানান, দণ্ডপ্রাপ্ত নাজিমুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড জয়ধরভাঙা এলাকায়। তাঁর সঙ্গে সম্পর্কের থাকায় একই এলাকার রশিদুল ইসলামের মেয়ে রশিদারের বিয়ে হয়। বিয়ের পর ছেলে জন্ম না হয়ে একে একে তিনটি মেয়ে সন্তান জন্ম হওয়ায় পারিবারিক কলহে জড়ান নাজিমুল। এর জেরে ২০১৯ সালের ৩১ মার্চ মধ্যরাতে স্ত্রীসহ সন্তানদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তিনি। একপর্যায়ে ছয় মাসের শিশুমেয়ে রত্নাকে কুপিয়ে হত্যা করেন। 

এপিপি আরও জানান, ওই ঘটনায় নাজিমুলকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন রশিদার বাবা। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত