কুড়িগ্রাম প্রতিনিধি
ব্রহ্মপুত্রে ইলিশ শিকার ও নির্বিঘ্নে বিক্রির প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। তিন দিন ধরে জেলার সদর ও উলিপুর উপজেলাসহ ছয়টি উপজেলায় মা ইলিশ শিকারবিরোধী অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি মোবাইলকোর্টের অভিযানও বাড়ানো হয়েছে।
গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র অববাহিকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। জেলা মৎস্য বিভাগ ও জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযানে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংশাসহ সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা মৎস্য কর্মকর্তারা। অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় জেলেসহ উপস্থিত সবাইকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকার থেকে বিরত থাকার সরকারি নির্দেশনা মানার জন্য আহ্বান জানান। এ ছাড়া অভিযানে টাস্কফোর্স কমিটি নদীভাঙন, চরের নাগরিকদের শিক্ষাব্যবস্থাসহ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে অবদান রাখার আহ্বান জানায়।
এদিকে জেলার মৎস্য বিভাগ জানিয়েছে, শুক্রবার সারা দিন জেলার সদর, উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় ৬০ হাজার মিটার জাল জব্দ করে মৎস্য বিভাগ। অবশিষ্ট জাল উলিপুর, চিলমারী ও রৌমারীতে উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ১২ কেজি ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আরও জানা যায়, শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহের অভিযানে জেলার নদ-নদী থেকে লক্ষাধিক মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২৯ হাজার টাকা। এর মধ্যে গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ৮৮ হাজার ৫০০ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কালিপদ রায় বলেন, ‘শুক্রবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১ লাখ ৪০ হাজার ৮০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ১৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মোট ৪০টি অভিযানে ১১টি মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ৫৫ কেজি ইলিশ জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
ব্রহ্মপুত্রে ইলিশ শিকার ও নির্বিঘ্নে বিক্রির প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। তিন দিন ধরে জেলার সদর ও উলিপুর উপজেলাসহ ছয়টি উপজেলায় মা ইলিশ শিকারবিরোধী অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি মোবাইলকোর্টের অভিযানও বাড়ানো হয়েছে।
গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র অববাহিকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। জেলা মৎস্য বিভাগ ও জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযানে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংশাসহ সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা মৎস্য কর্মকর্তারা। অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় জেলেসহ উপস্থিত সবাইকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকার থেকে বিরত থাকার সরকারি নির্দেশনা মানার জন্য আহ্বান জানান। এ ছাড়া অভিযানে টাস্কফোর্স কমিটি নদীভাঙন, চরের নাগরিকদের শিক্ষাব্যবস্থাসহ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে অবদান রাখার আহ্বান জানায়।
এদিকে জেলার মৎস্য বিভাগ জানিয়েছে, শুক্রবার সারা দিন জেলার সদর, উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় ৬০ হাজার মিটার জাল জব্দ করে মৎস্য বিভাগ। অবশিষ্ট জাল উলিপুর, চিলমারী ও রৌমারীতে উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ১২ কেজি ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আরও জানা যায়, শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহের অভিযানে জেলার নদ-নদী থেকে লক্ষাধিক মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২৯ হাজার টাকা। এর মধ্যে গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ৮৮ হাজার ৫০০ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কালিপদ রায় বলেন, ‘শুক্রবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১ লাখ ৪০ হাজার ৮০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ১৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মোট ৪০টি অভিযানে ১১টি মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ৫৫ কেজি ইলিশ জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৩ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
৩ ঘণ্টা আগে