Ajker Patrika

হাসপাতালে অকেজো পড়ে আছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসপাতালে অকেজো পড়ে আছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেয় ভারত সরকার। কিন্তু দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও তা রোগী বহনের কাজে ব্যবহারের হয়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, অ্যাম্বুলেন্সে যেসব সুযোগ-সুবিধা থাকার কথা তা নেই, ফলে এর ব্যবহার নিয়ে বেড়েছে জটিলতা। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সটি চলতি বছরের মার্চ মাসে হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে। দীর্ঘ ৯ মাসেও অ্যাম্বুলেন্সটি রোগী পরিবহনের কাজে আসেনি। এটি হাসপাতালে গ্যারেজে রাখা হয়েছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি জনসাধারণের ব্যবহারের জন্য। অথচ মাসের পর মাস পড়ে আছে। এতে সুফল পাচ্ছেন না তাঁরা। এমনকি জরুরি প্রয়োজনেও তা পাচ্ছে না কেউ। 

অ্যাম্বুলেন্সচালক আনিছুর রহমান বলেন, ‘অ্যাম্বুলেন্সটিতে ভেন্টিলেটর দেওয়া হয়নি। এ কারণে গাড়ি চালাতে যেমন কষ্ট হয়, তেমনি ঝাঁকুনিও হয়।’ 

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, পরিপূর্ণ একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে যেসব ইকুইপমেন্ট দরকার তার সবকিছু এতে নেই। আইসিইউর সকল মেশিন ও ভেন্টিলেটর দেওয়া হয়নি। অন্যদিকে এটি ব্যবহারের দিক নির্দেশনা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুই দফা চিঠি পাঠানো হয়েছে। 

ফিরোজ জামান বলেন, কর্তৃপক্ষের দিক নির্দেশনা না আসায় এটি ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতেও আলোচনা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পেলে স্থানীয় ব্যবস্থাপনায় মিটিংয়ে ভাড়া নির্ধারণ করে চালানোর ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে অ্যাম্বুলেন্সে যেসব অত্যাধুনিক সুবিধা থাকার কথা তা না থাকায় এর ভাড়া নির্ধারণ নিয়েও বেড়েছে জটিলতা। এত ভাড়া বহন করে আংশিক সেবা নিয়ে রোগীদের জন্য লাভ জনক হবে না বলেও জানান এই পরিচালক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত