বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা বেগম পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ না করতে এবং অন্যান্য কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আফরোজা ওই দাবি জানান। এর আগে ওই দিন তিনি ওই পদে পুনরায় ভোট গণনা করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর আবেদন করেছেন।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে গত ৫ জুন বদরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৮৬১ ভোটের ব্যবধানে ফুটবল প্রতীকের প্রার্থী রুবিনা আখতারের কাছে পরাজিত হন আফরোজা বেগম। রুবিনা আখতার ৩৬ হাজার ৭৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছে। আফরোজা পান ৩৪ হাজার ৯১৪ ভোট। আর লিপি ইসলাম প্রজাপতি প্রতীকে ২৫ হাজার ৪১ ভোট পেয়ে তৃতীয় হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৬৮৯ ভোট বাতিল দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আফরোজা বেগম বলেন, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ভোটের সংখ্যা দেখানো হয়েছে তাতে গরমিল রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৬৮৯ ভোট বাতিল দেখানো হয়েছে, এটি নজিরবিহীন। অথচ চেয়ারম্যান পদে ২ হাজার ২২৪ ভোট বাতিল হয়েছে।
আফরোজা অভিযোগ করে বলেন, ‘আমাকে পরাজিত করতে পরিকল্পিত ভাবে হাজার হাজার ভোট বাতিল দেখানো হয়েছে। আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি করছি।’
আফরোজা বেগমের দাবি, ভোট গণনার সময় ফলাফলে প্রকাশে বিলম্ব করা হয়েছে। চেয়ারম্যান পদে ভোট সংখ্যা বড়পর্দায় দেখানো হলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের হিসাব এক ঘণ্টারও বেশি সময় দেখানো হয়নি। এ নিয়ে সাধারণ ভোটাররা উত্তেজিত হলে সার্ভার জটিলতার দোহাই দেন সহকারী রিটার্নিং অফিসার। অথচ একই সময়ে চেয়ারম্যান পদে ভোটের ফল ঠিক দেখানো হয়। অনেক দেরিতে ফলাফল ঘোষণা করা হলেও সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৬৮৯ ভোটটি বাতিল দেখানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের হাতে রেজাল্ট শিট দেওয়া হয়েছে। অভিযোগকারী সেই রেজাল্ট শিট নিয়ে যোগ করে দেখতে পারেন।’ ওই প্রার্থীর অভিযোগ ভীতিহীন বলে উল্লেখ করেন ইউএনও। এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘১২ হাজার ভোট নষ্ট বের হলে এখানে কারও করার কিছুই নেই।’
রংপুরের বদরগঞ্জ উপজেলা পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফরোজা বেগম পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন। অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ না করতে এবং অন্যান্য কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আফরোজা ওই দাবি জানান। এর আগে ওই দিন তিনি ওই পদে পুনরায় ভোট গণনা করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর আবেদন করেছেন।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে গত ৫ জুন বদরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৮৬১ ভোটের ব্যবধানে ফুটবল প্রতীকের প্রার্থী রুবিনা আখতারের কাছে পরাজিত হন আফরোজা বেগম। রুবিনা আখতার ৩৬ হাজার ৭৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছে। আফরোজা পান ৩৪ হাজার ৯১৪ ভোট। আর লিপি ইসলাম প্রজাপতি প্রতীকে ২৫ হাজার ৪১ ভোট পেয়ে তৃতীয় হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৬৮৯ ভোট বাতিল দেখানো হয়েছে।
সংবাদ সম্মেলনে আফরোজা বেগম বলেন, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ভোটের সংখ্যা দেখানো হয়েছে তাতে গরমিল রয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৬৮৯ ভোট বাতিল দেখানো হয়েছে, এটি নজিরবিহীন। অথচ চেয়ারম্যান পদে ২ হাজার ২২৪ ভোট বাতিল হয়েছে।
আফরোজা অভিযোগ করে বলেন, ‘আমাকে পরাজিত করতে পরিকল্পিত ভাবে হাজার হাজার ভোট বাতিল দেখানো হয়েছে। আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি করছি।’
আফরোজা বেগমের দাবি, ভোট গণনার সময় ফলাফলে প্রকাশে বিলম্ব করা হয়েছে। চেয়ারম্যান পদে ভোট সংখ্যা বড়পর্দায় দেখানো হলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের হিসাব এক ঘণ্টারও বেশি সময় দেখানো হয়নি। এ নিয়ে সাধারণ ভোটাররা উত্তেজিত হলে সার্ভার জটিলতার দোহাই দেন সহকারী রিটার্নিং অফিসার। অথচ একই সময়ে চেয়ারম্যান পদে ভোটের ফল ঠিক দেখানো হয়। অনেক দেরিতে ফলাফল ঘোষণা করা হলেও সেখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৬৮৯ ভোটটি বাতিল দেখানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের হাতে রেজাল্ট শিট দেওয়া হয়েছে। অভিযোগকারী সেই রেজাল্ট শিট নিয়ে যোগ করে দেখতে পারেন।’ ওই প্রার্থীর অভিযোগ ভীতিহীন বলে উল্লেখ করেন ইউএনও। এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘১২ হাজার ভোট নষ্ট বের হলে এখানে কারও করার কিছুই নেই।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
২৬ মিনিট আগেসুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
৪৩ মিনিট আগেলাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা
১ ঘণ্টা আগেসিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে