Ajker Patrika

পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিপক্ষে অনাস্থা ভোট

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ২১: ১৯
পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিপক্ষে অনাস্থা ভোট

পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান মণ্ডলের বিরুদ্ধে সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে রায় দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পরিষদ ভবনে গোপন ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। এতে পর্যবেক্ষক ছিলেন অনাস্থা প্রস্তাবের অভিযোগ তদন্তে নিয়োগ পাওয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

প্রদীপ কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘পরিষদের মোট ১২ সদস্যের মধ্যে ৯ জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি। চেয়ারম্যানসহ মোট ভোট ছিল ১৩টি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ১০ জানুয়ারি পরিষদের ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। বিষয়টি আমলে নিয়ে নিয়ম অনুযায়ী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তের ধারাবাহিকতায় গোপন ব্যালটে ভোট নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের জন্য ভোটের ফলাফলসহ তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত