Ajker Patrika

এনসিপির সমাবেশে স্কুলছাত্রদের ‘জোর করে নেওয়ার’ প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি 
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২০: ৪০
টাঙ্গাইলে এনসিপির সমাবেশে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলে এনসিপির সমাবেশে শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ বুধবার দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিন্দুবাসিনী পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য দেয় বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ, সজিব আহমেদ প্রমুখ। বক্তারা বলে, এনসিপির নেতারা গতকাল মঙ্গলবার পাঠদান চলাকালে বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তাঁরা অরাজনৈতিক কথা বলে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে যেতে বাধ্য করেন। তখন নেতাদের সঙ্গে শিক্ষকদের কথা-কাটাকাটি হয়। পরে বাধ্য হয়ে প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয়।

যাঁরা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে যেতে বাধ্য করেছেন, তাঁদের শাস্তির দাবি করে বক্তারা। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, ‘আমি এ নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তাদের বলেছি, ভবিষ্যতে এনসিপির কোনো প্রোগ্রামে তাদের আনা হবে না।’

এনসিপির সংগঠক (উত্তরাঞ্চল) আজাদ খান ভাসানী আজ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে বিন্দুবাসিনীর শিক্ষার্থীদের উপস্থিত হওয়া নিয়ে দলীয় কোনো নির্দেশনা বা ভূমিকা ছিল না। বিচ্ছিন্নভাবে এই ঘটনার সূত্রপাত হয়েছে। আমাদের পদযাত্রা পুরাতন বাসস্ট্যান্ড পৌঁছালে ছাত্রীরা প্রথমে নাহিদ ইসলাম, ডা. জারা, সামান্তা শারমিনদের স্বাগত জানাতে আসে। স্টেজের কাছাকাছি পৌঁছালে কিছু ছাত্র সারজিস আলমসহ সবাইকে ঘিরে ধরে। কেউ কেউ ছবি উঠাতে চায়। পরবর্তীতে জানতে পারি, বিন্দুবাসিনীর ছাত্ররা নাহিদ ইসলামের কাছে কিছু দাবি জানাতে চায়। কিন্তু ঘটনাটি পরবর্তীতে অন্য দিকে মোড় নেয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার সাবেক সদস্যসচিব আহমেদ শেরশাহ ব্যাখ্যা দিয়েছে এবং দুঃখপ্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও আমরা এই অনভিপ্রেত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি।’

উল্লেখ, গতকাল সকালে শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথসমাবেশে মিলিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত