বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর বাজারে আমদানি করা পেঁয়াজ আসায় কমেছে দাম। এক দিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা।
গতকাল সোমবার বিরামপুরের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।
বিরামপুর শহরের হাট ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজের প্রভাবে ১০০ টাকা কেজি দরের দেশি জাতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী দামে ক্রেতারা স্বস্তির নিশ্বাস ফেলছেন।
হাটে পাইকারি বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘দুই দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮২ টাকা দরে কিনেছি। আমদানি করা পেঁয়াজের প্রভাবে বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের ভয়ে কম দাম ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
বিরামপুরের খুচরা বাজারে পেঁয়াজ নিতে আসা জাহিদুল বলেন, ‘দুই দিন আগেও ৯০-১০০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আমদানি করা ভারতীয় পেঁয়াজ হাটে আসায় দর কমেছে। আজ ৬০ টাকা দরে পেঁয়াজ কিনলাম।’
বিরামপুর গো-হাট ইজারাদার মাহফুজুর রহমান হাটে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি আরও ৪-৫ টাকা কমে এসেছে।
দিনাজপুরের বিরামপুর বাজারে আমদানি করা পেঁয়াজ আসায় কমেছে দাম। এক দিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা।
গতকাল সোমবার বিরামপুরের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।
বিরামপুর শহরের হাট ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজের প্রভাবে ১০০ টাকা কেজি দরের দেশি জাতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী দামে ক্রেতারা স্বস্তির নিশ্বাস ফেলছেন।
হাটে পাইকারি বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘দুই দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮২ টাকা দরে কিনেছি। আমদানি করা পেঁয়াজের প্রভাবে বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের ভয়ে কম দাম ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।’
বিরামপুরের খুচরা বাজারে পেঁয়াজ নিতে আসা জাহিদুল বলেন, ‘দুই দিন আগেও ৯০-১০০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আমদানি করা ভারতীয় পেঁয়াজ হাটে আসায় দর কমেছে। আজ ৬০ টাকা দরে পেঁয়াজ কিনলাম।’
বিরামপুর গো-হাট ইজারাদার মাহফুজুর রহমান হাটে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি আরও ৪-৫ টাকা কমে এসেছে।
প্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলামের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ১০ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির..
১৬ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র ইউনিয়নের ১৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে চারুকলা বিভাগের শিক্ষার্থী নূর আলম ও হিসাববিজ্ঞান বিভাগের আহমাদ গালিব সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
১৯ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা সফলভাব স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে পেরেছি। কিন্তু আমরা সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের এখন রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিতে হবে।’ আজ রোববার (২০ জুলাই) রাতে নগরের বিপ্লব উদ্যানে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে
৪২ মিনিট আগেনানা পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই—চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ, চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। এই চট্টগ্রামের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তা হলে সারা দেশের মানুষ একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে।
১ ঘণ্টা আগে