খুলনা প্রতিনিধি
নতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের এই এক দফা দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উল্টো ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করা ও বিশৃঙ্খলাকারীদের সুষ্ঠু বিচার না হলে ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালান বিএনপির নেতা–কর্মীরা। এতে অন্তত ৫০ জন আহত হন। এরপর থেকে আন্দোলন চলছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এরপর সম্প্রতি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর পর থেকে আবারও শিক্ষার্থীরা আন্দোলন করছেন ভিসির বিরুদ্ধে।
সর্বশেষ গতকাল রোববার বেলা আড়াইটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছেন। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নন, বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। অন্তর্বর্তী সরকারের কাছে তাঁরা উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল পাননি।
তাই বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচি করবেন।
শিক্ষার্থীরা বলেন, তাঁরা এক দফার (ভিসি অপসারণ) দাবিতে অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান
এদিকে ভিসি অপসারণের দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা বলছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি গ্রহণযোগ্য নয়।
বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার কুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় হয়। এরপর গতকাল এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি করা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক বলে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের এক দফা দাবি প্রত্যাখ্যান করছে শিক্ষক সমিতি। এ ছাড়া ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। এই দাবি না মানলে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।
নতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের এই এক দফা দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। উল্টো ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করা ও বিশৃঙ্খলাকারীদের সুষ্ঠু বিচার না হলে ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালান বিএনপির নেতা–কর্মীরা। এতে অন্তত ৫০ জন আহত হন। এরপর থেকে আন্দোলন চলছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। এরপর সম্প্রতি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এর পর থেকে আবারও শিক্ষার্থীরা আন্দোলন করছেন ভিসির বিরুদ্ধে।
সর্বশেষ গতকাল রোববার বেলা আড়াইটায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদলের নেতা-কর্মী ও বহিরাগতরা গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছেন। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নন, বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যা বেশি। অন্তর্বর্তী সরকারের কাছে তাঁরা উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো সুফল পাননি।
তাই বাধ্য হয়ে আমরণ অনশন কর্মসূচি করবেন।
শিক্ষার্থীরা বলেন, তাঁরা এক দফার (ভিসি অপসারণ) দাবিতে অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান
এদিকে ভিসি অপসারণের দাবি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা বলছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি গ্রহণযোগ্য নয়।
বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার কুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় হয়। এরপর গতকাল এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, অনুমাননির্ভর ও বাস্তবসম্মত নয়—এমন মিথ্যা অভিযোগ তুলে ভিসির পদত্যাগ দাবি করা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সম্পূর্ণ অযৌক্তিক বলে আন্দোলনরত শিক্ষার্থীদের ভিসির পদত্যাগের এক দফা দাবি প্রত্যাখ্যান করছে শিক্ষক সমিতি। এ ছাড়া ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষকেরা। এই দাবি না মানলে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৪ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
৪ ঘণ্টা আগে‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
৫ ঘণ্টা আগে