ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ, তাঁর স্ত্রী জান্নাত আরা এবং তাঁদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তাঁর স্ত্রীকে জানান, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তাঁর ভাই দোয়া পড়াবেন। মাহফিলের আগে নিজের হাতে রান্না করা মাংস ও পানি খাওয়ান তিনি। খাওয়ার পরপরই আব্দুল খালেক ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন।
পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের অচেতন অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর তাঁরা বাড়ি ফিরে আসেন।
বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালংকার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস।
আব্দুল খালেক বলেন, ‘চেতনানাশক খাইয়ে আমাদের অচেতন করে দীর্ঘ সময় ধরে ঘরে লুটপাট চালানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিছুই বুঝতে পারিনি।’
এ ঘটনায় আব্দুল খালেক ভাড়াটিয়া জান্নাত আরা, তাঁর স্বামী-ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঠাকুরগাঁও শহরের পশ্চিম হাজীপাড়া এলাকায় এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে অচেতন করে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সাইফুল্লাহ, তাঁর স্ত্রী জান্নাত আরা এবং তাঁদের ছেলে হাবিবুল্লাহ। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ১০ মে রাতে ভাড়াটিয়া জান্নাত আরা বাড়ির মালিক মো. আব্দুল খালেক ও তাঁর স্ত্রীকে জানান, স্থানীয় একটি মাদ্রাসায় মিলাদ মাহফিল রয়েছে, যেখানে তাঁর ভাই দোয়া পড়াবেন। মাহফিলের আগে নিজের হাতে রান্না করা মাংস ও পানি খাওয়ান তিনি। খাওয়ার পরপরই আব্দুল খালেক ও তাঁর স্ত্রী অচেতন হয়ে পড়েন।
পরদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা তাঁদের অচেতন অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিন দিন পর তাঁরা বাড়ি ফিরে আসেন।
বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, ঘরের আলমারি ও ওয়ার্ডরোব ভাঙা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, তিনটি দামি মোবাইল ফোন (মূল্য ২ লাখ ২০ হাজার টাকা), স্বর্ণালংকার (মূল্য ৩ লাখ টাকা), একটি হেয়ার এইড মেশিন (মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা) ও বিভিন্ন কসমেটিকস।
আব্দুল খালেক বলেন, ‘চেতনানাশক খাইয়ে আমাদের অচেতন করে দীর্ঘ সময় ধরে ঘরে লুটপাট চালানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিছুই বুঝতে পারিনি।’
এ ঘটনায় আব্দুল খালেক ভাড়াটিয়া জান্নাত আরা, তাঁর স্বামী-ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন। মামলায় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুর রহমান বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৪ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৪ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৪ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৪ ঘণ্টা আগে