Ajker Patrika

নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে তাঁদের পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রামাণিক এবং নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সদস্য এরশাদ আলী।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই দুজনের অবস্থান সম্পর্কে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়ের করা দুটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের নির্দেশে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত